ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

আওয়ামী লীগকে স্থায়ী নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান

স্টাফ রিপোর্টার
১২ মে ২০২৫, সোমবার
mzamin

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অন্যান্য দলের নেতাকর্মীরা শনিবার চলে যাওয়ার পর একই মঞ্চে আবারো অবস্থান নিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহতরা। এতে শহীদ পরিবারের শতাধিক সদস্য যোগ দেন। শনিবার রাত থেকে তিন দফা দাবিতে এই অবস্থান নেন তারা। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা দাবি, জুলাই সনদ ঘোষণা দেয়া। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

সরজমিন দেখা যায়, রাজধানীর শাহবাগ মোড়ের মধ্যবর্তী স্থানে একটি মঞ্চ বানিয়ে চারপাশের রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা। এ সময় তারা রাস্তা আটকে বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন। জুলাইয়ের গাদ্দার হুঁশিয়ার সাবধান, যোদ্ধাদের অবমূল্যায়ন মানবো না’ ইত্যাদি স্লোগান দেন তারা। শাহবাগ দিয়ে সবধরনের যান বন্ধ ও চারটি প্রবেশপথে ব্যারিকেড দিয়ে রেখেছেন জুলাইয়ের আহত যোদ্ধারা। শাহবাগ দিয়ে সবধরনের যান চলাচল বন্ধ থাকায় ফার্মগেট ও সায়েন্স ল্যাব সড়কের যানবাহন মৎস্য ভবন মোড় হয়ে হেয়ার রোড দিয়ে চলাচল করেছে। এ সময় আন্দোলনরতরা জুলাই সনদ ঘোষণা না পাওয়া পর্যন্ত শাহবাগে থাকার ঘোষণা দেন।

আন্দোলনে আহত সুমন বলেন, আমি সোহ্‌রাওয়ার্দী মেডিকেলে ভর্তি ছিলাম, এখন রিলিজে আছি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে আমাদের দাবি ছিল জুলাই সনদ প্রকাশ। একটা দাবি মেনে নিলো, আরেকটা বলছে ৩০ দিনের মধ্যে করবে। ৯ মাসে যখন সনদ দিতে পারেনি তখন ৩০ দিনে কীভাবে দেবে?

আহত মোহাম্মদ শাকিল বলেন, আপনারা কেন এখনো আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করছেন না? এখনো অসংখ্য আহত হাসপাতালে কাতরাচ্ছেন। সরকারকে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

আহত মাসুদ আহমেদ বলেন, আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ী নিষিদ্ধ করতে হবে। জুলাই সনদ প্রকাশ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।
আহত আবু হাসান বলেন, দাবির বিষয়ে আশ্বস্ত করলেই আমরা চলে যাবো না। আমরা দাবির বাস্তবায়ন চাই। আমরা জুলাই যোদ্ধাদের স্বীকৃতি নিয়েই বাড়ি ফিরবো।

নাজির আহমেদ বলেন, আমরা আমাদের জীবন দিয়ে দেশের জন্য লড়াই করেছিলাম, আমরা উপদেষ্টা হতে চাই না। আমরা আমাদের সুচিকিৎসা চাই। তিনি বলেন, আওয়ামী লীগকে দল হিসেবে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status