খেলা
এমবাপ্পের বিরুদ্ধে মানহানির মামলা পিএসজির
স্পোর্টস ডেস্ক
(৩ ঘন্টা আগে) ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৭:৫০ অপরাহ্ন

কিলিয়ান এমবাপ্পে এবং ক্লাব পিএসজির (প্যারিস সেইন্ট জার্মান) লড়াইয়ে এবার নতুন এক অধ্যায় যোগ হলো। এবার প্যারিসের এ ক্লাবটি তাদের সাবেক ফুটবলার এমবাপ্পের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে। ফ্রান্সের স্ট্রাইকারের বিরুদ্ধে কোটি কোটি ইউরোর মানহানি মামলা করলো পিএসজি।
ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ত এর দেয়া তথ্য অনুযায়ী, পিএসজি প্রথমে আদালতে একটি আবেদন করে যে এমবাপ্পের অভিযোগের ভিত্তিতে ক্লাবটির ব্যাংক হিসাবে ৫ কোটি ৫০ লাখ ইউরো জব্দ করে রাখার যে আদেশ দেয়া হয়েছে সেটা যেন তুলে নেন। পিএসজির দাবি, এমবাপ্পে তাদের থেকে কোনো অর্থ পাবেন না। তারাই বরং এমবাপ্পের কাছে ৯ কোটি ৮০ লাখ ইউরো পাবে। এ অর্থ পিএসজি মূলত দাবি করেছে ক্লাবের মানহানির ক্ষতিপূরণ হিসেবে। এর জন্য পিএসজি একটি ক্ষতিপূরণ মামলাও করেছে বলে জানায় আরএমসি স্পোর্ত।
পিএসজি থেকে আরও বলা হয় এমবাপ্পে তাদের কাছে পাওনা যে হিসাব (৫ কোটি ৫০ লাখ ইউরো) দাবি করছেন সেটার দ্রুত নিষ্পত্তি চায় পিএসজি ক্লাব। কিন্তু এ ব্যাপারে এমবাপ্পের দিক থেকে খুব একটা সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানা যায়।