বিনোদন
অনুপমা মুক্তি গান শোনাবেন আজ
স্টাফ রিপোর্টার
১৬ মে ২০২৫, শুক্রবার
মাছরাঙা টেলিভিশনে আজ রাত ১১টা ৩০ মিনিটে লাইভ গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’-তে গান পরিবেশন করবেন সংগীতশিল্পী অনুপমা মুক্তি। দুই ঘণ্টা ব্যাপ্তির বৈঠকি ঘরানার এ অনুষ্ঠানে হারানো দিনের গান, আধুনিক গান, চলচ্চিত্রের গানসহ বিভিন্ন ধারার গান পরিবেশন করবেন তিনি। এ ছাড়া টেলিফোনে দর্শকদের অনুরোধের গানও করবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কৌশিক শংকর দাশ। প্রযোজনা করবেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।