বিনোদন
ক্ষমা চাইলেন শামীম হাসান সরকার
স্টাফ রিপোর্টার
(৯ ঘন্টা আগে) ১৬ মে ২০২৫, শুক্রবার, ১১:০৭ পূর্বাহ্ন

কদিন আগে অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়াকে গালিগালাজ, ধর্ষণের হুমকি ও শুটিং সেটে নেশাদ্রব্য সেবনের অভিযোগ উঠে। যদিও অভিনেতা অভিযোগের বিপরীতে এক সংবাদ সম্মেলন ডেকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন। সেই সাথে প্রিয়াঙ্কার অভিযোগের পরে শামীমের বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ তুলেন আরো একাধিক অভিনেত্রী। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়। এবার এ ঘটনায় অভিনয়শিল্পী সংঘের মধ্যস্থতায় বিষয়টি সমাধান হয়েছে। নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন শামীম। এক ভিডিও বার্তায় তিনি বলেন, সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কার সঙ্গে একটি খারাপ অভিজ্ঞতা হয়েছে আমার। তার সঙ্গে বাজে ব্যবহার করেছি আমি। গালিগালাজ করেছি। এ ঘটনার পর আজ প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হয়েছে। তার কাছে দুঃখ প্রকাশ করেছি, আমার ভুলের জন্য লজ্জিত। এদিকে অভিনয়শিল্পী সংঘ এক পোস্টে জানিয়েছে, শামীম যেহেতু অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সদস্য, তাই সাংগঠনিক শৃঙ্খলা এবং শিষ্টাচার ভঙ্গ করায় তাকে শেষবারের মতো সতর্ক করা হলো। তবে এ ধরনের অভিযোগ পরবর্তীতে প্রমাণ হলে সদস্যপদ গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী খারিজ করা হবে।