ঢাকা, ১৭ মে ২০২৫, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

অবৈধদের দেশে ফেরার সুযোগ ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে মালয়েশিয়া

স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া

(১২ ঘন্টা আগে) ১৬ মে ২০২৫, শুক্রবার, ২:৫০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

mzamin

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের মালয়েশিয়া সফরের রেশ কাটতে না কাটতেই মাত্র ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে বাংলাদেশি সহ সকল অবৈধ অভিবাসীদের দেশে ফেরার সুযোগ ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত বাড়িয়েছে মালয়েশিয়ার সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল আজ এক অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন।

দেশটির দি স্টার অনলাইনসহ বেশ কয়েকটি পত্রিকা স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে,পশ্চিম (পেনিনসুলার) মালয়েশিয়া অর্থাৎ মালাক্কা, জোহর, কেদাহ, কেলান্তান, নেগেরি সেম্বিলান, পাহাং, পেনাং, পেরাক, পেরলিস, সেলাঙ্গর ও তেরেঙ্গানু রাজ্য এবং কুয়ালালামপুর ও পুত্রজায়ার কেন্দ্রশাসিত অঞ্চল ছাড়াও লাবুয়ানের জন্য এই বিশেষ কর্মসূচি ২০২৬ সালের ৩০শে এপ্রিল পর্যন্ত চলবে।

এছাড়া মালয়েশিয়ার সরকারি নিউজ এজেন্সি বারনামা ও ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, যারা বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ করেছেন অথবা যাদের ভিসার মেয়াদ পেরিয়ে গেছে, তাদের ৫০০ মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা পরিশোধ করে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে। এছাড়াও, যারা তাদের ভিসার শর্তাবলী লঙ্ঘন করেছেন, তাদের ৩০০ রিঙ্গিত জরিমানা দিতে হবে।

অনলাইন পোর্টালগুলো আরো জানিয়েছে, ১৮ বছরের কম বয়সী যেসব বিদেশি শিশুকে বৈধ কাগজপত্র ছাড়া আনা হয়েছে, তাদের জরিমানা দিতে হবে না। তবে, তাদের অভিভাবকদের অবশ্যই শিশুদের বিশেষ পাসের জন্য ২০ রিঙ্গিত পরিশোধ করতে হবে।

এই কর্মসূচির আওতায় এর আগে আবেদন করেও যারা নির্ধারিত সময়ে দেশে ফেরেননি, তারা আর এই সুযোগ পাবেন না। একই সাথে, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ কর্তৃক ব্লকলিস্টেড ব্যক্তি, যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে অথবা যারা কর্তৃপক্ষের কাছে ওয়ান্টেড, তারাও এই কর্মসূচির জন্য বিবেচিত হবেন না।

স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষভাবে অনুরোধ করেছেন, যাদের বিদেশি স্ত্রী বা স্বামী রয়েছেন এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা যেন দ্রুত ইমিগ্রেশন বিভাগের ভিসা, পাস এবং পারমিট শাখায় যোগাযোগ করে তাদের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করেন।

সরকার অবৈধ অভিবাসী এবং নিয়োগকর্তাদের প্রতি এই তথ্যটি ব্যাপকভাবে প্রচার করার আহ্বান জানিয়েছে। কারণ হিসেবে আরো জানিয়েছে,  যাতে শেষ মুহূর্তে অপ্রত্যাশিত ভিড় এড়ানো যায় এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তাদের অভিযান আরও জোরদার করবে।

এছাড়া দি এজ মালয়েশিয়া জানিয়েছে, কোম্পানির মালিকদের হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, যারা অবৈধ অভিবাসীদের নিয়োগ দেবেন এবং আশ্রয় দেবেন, তাদের প্রত্যেক অবৈধ কর্মীর জন্য সর্বোচ্চ ৫০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা হবে। দোষী সাব্যস্ত হলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ছয়টি বেত্রাঘাতের শাস্তিও হতে পারে।

মালয়েশিয়ার এই সিদ্ধান্ত অবৈধভাবে বসবাসকারী অনেক বাংলাদেশি কর্মীর জন্য দেশে ফেরার আরো একটি সহজ সুযোগ তৈরি করবে বলে আশা করা যাচ্ছে।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status