অনলাইন
শেষ পর্যন্ত বিদেশ যেতে পারলেন না পার্থর স্ত্রী
স্টাফ রিপোর্টার
(৫ ঘন্টা আগে) ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ২:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৫২ অপরাহ্ন

শেষ পর্যন্ত ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে দেয়া হলো না। বিরামহীন প্রচেষ্টার পর বলা হয়েছে, এসবির অনুমতি ছাড়া কোনও অবস্থাতেই তাকে বিদেশ যেতে দেয়া যাবে না।
সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির প্রধান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিন মঙ্গলবার দুপুরের ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশে ইমিগ্রেশনে যাওয়ার পর তার গতি রোধ করা হয়। বলা হয়, আপনার বিদেশ যেতে এসবির ক্লিয়ারেন্স লাগবে। সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদের নাটকীয়ভাবে দেশ ত্যাগের পর ইমিগ্রেশনের পূর্ণ নিয়ন্ত্রণ এখন এসবির হাতে। এ ব্যাপারে ব্যারিস্টার পার্থর সঙ্গে যোগাযোগ করা হলে জানান, তার স্ত্রী ও ছোট কন্যা মেডিকেল চেক আপের জন্য ব্যাংকক যাচ্ছিলেন। এসবি তাদের সিদ্ধান্ত জানানোর পর তারা বাড়িতে চলে এসেছে। তবে তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করা হয়নি। এখন কী করবেন জানতে চাইলে পার্থ বলেন, আমি আইনের মানুষ। আইন আমার পেশা। যথাযথ অনুমতি নিয়েই আমার পরিবারের সদস্যরা ব্যাংকক যাবে।
ধারণা করা হচ্ছে, শেখ হেলালের কন্যা হওয়ার কারণেই শেখ শাইরার গতি রোধ করা হয়। শেখ হেলাল অনেক আগেই দেশ ছেড়েছেন।
পাঠকের মতামত
আসল চোর ছেড়ে দিয়ে নকল চোর ধরা নিয়ে এত মাথা ব্যথা কেন!!!
এতদিন সবাই সিঙ্গাপুরে চিকিৎসা নিত।আর এখন এই বাটপার গুলো সবাই থাইল্যান্ড যায়।
লাল প্রোফাইলেও কাজ হলো না। এতদিন খালার দোয়ায় ভালই ছিলেন। এখন বুঝবেন মজা.......
বাংলাদেশে সব ধরণের দ্বৈত নাগরীকত্ব বাতিল করা হোক।
আবদুল হামিদ সাহেব ও থাইল্যান্ড গেল , উনিও থাইল্যান্ড যেতে চাচ্ছে , এতদিন চেকআপ দরকার ছিল না এখন যখন খুনিলীগ নিষিদ্ধ হল তখনই চেকআপের দরকার হয়ে পড়ল।
sobai ek ek kore thailand e jacche check up korte! valo toh, interesting...
Very good decision. They are in the same box.