ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

কলকাতায় ছাত্রী ধর্ষণ কাণ্ড

মূল অভিযুক্তকে বহিষ্কার, অন্য দূই জনকে বরখাস্তের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(৬ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৮:২৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

দক্ষিণ কলকাতার একটি আইন কলেজে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনার ছ’দিনের মাথায় কড়া পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ সরকার। সাউথ ক্যালকাটা ল কলেজকে চিঠি দিয়েছে উচ্চ শিক্ষা দপ্তর। চিঠিতে মূল অভিযুক্ত অস্থায়ী কর্মীকে বহিষ্কার করতে বলা হয়েছে। বাকি দুই অভিযুক্ত পড়ুয়াকে বরখাস্ত করার নির্দেশ দেয়া হয়েছে। সেইমত কলেজের গভর্নিং বডি মঙ্গলবার বৈঠক করে সেই নির্দেশ কার্যকর করেছে। এ ছাড়াও প্রাক্তন পড়ুয়া বা কোনও বহিরাগতদের কলেজের মধ্যে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ ও কলেজ পরিচালন সমিতির সভাপতিকে চিঠিতে মূলত সাত দফা নির্দেশ দ্রুত কার্যকর করার কথা বলা হয়। আরও নির্দেশ দেয়া হয়, কলেজে যে বিশাখা কমিটি বা ‘ইন্টারনাল কমপ্লেন্ট’ কমিটি রয়েছে তাদের কলেজে বৈঠক ডাকতে হবে। কলেজে অফিসের কাজের সময়ের পর কলেজ ক্যাম্পাস ফাঁকা রাখতে হবে।

সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের ঘটনায় তিন অভিযুক্তই তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত।  নির্যাতিতা নিজেও একই  সংগঠনে যুক্ত ছিলেন। নির্যাতিতার অভিযোগ, গত ২৫শে জুন বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে কলেজ ক্যাম্পাসের মধ্যে তাঁকে ধর্ষণ করেন ‘এম’ অক্ষরে চিহ্নিত মনোজিৎ মিশ্র। নির্যাতিতা জানিয়েছেন, প্রথমে ইউনিয়ন রুমের ভিতর তাঁর সঙ্গে ধস্তাধস্তি করা হয়। পরে রক্ষীর ঘরে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেন ‘এম’। বাইরে পাহারায় ছিলেন বাকি দু’জন, ‘জে’ এবং ‘পি’। কলেজের মেন গেট বন্ধ করে দেয়া হয়েছিল। ছাত্রীকে বেরোতে দেয়া হয়নি। রক্ষীর কাছে সাহায্য চেয়েও কোনও লাভ হয়নি। এর পরেই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা।

এদিকে, মূল অভিযুক্ত মনোজিতের বহু কুকীর্তি সামনে এসেছে। বহু ছাত্রী অভিযোগ করেন, মনোজিৎ এতই প্রভাবশালী যে অনেক ছাত্রী অশালীন আচরনের বিরুদ্ধে পুলিশ ও তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কাছে অভিযোগ জানানো সত্বেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বিভিন্ন থানায় মনোজিতের বিরুদ্ধে একাধিক এফআইআর থাকলে দাপটে ঘুরে বেড়িয়েছে।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status