অনলাইন
স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পাট ও সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের
অনলাইন ডেস্ক
(৩ দিন আগে) ২৮ জুন ২০২৫, শনিবার, ১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:১৩ অপরাহ্ন
নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বোনা কাপড়, পাট ও সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি হবে না। শুধুমাত্র নাহভা শেভা সমুদ্রবন্দর দিয়ে নির্দিষ্ট এসব পণ্য আমদানি করা যাবে। যার মধ্যে রয়েছে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণ সুতা, পাটের একক সুতা, ব্লিচ না করা পাটের বোনা কাপড়।
এর আগে গত মে মাসে নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। ওই সময় এই পণ্য শুধুমাত্র মহারাষ্ট্রের নহভা শেভা এবং কলকাতা বন্দর দিয়ে আমদানির সুযোগ রেখেছিল দেশটি।
বাংলাদেশ ভারতে প্রায় ৭০০ মিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে। স্থলবন্দর দিয়ে এই পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় এই খাতে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়।
পাঠকের মতামত
বাংলাদেশ এর ভিতর দিয়ে যে কোনো প্রকারের ট্রান্সফার, ট্রান্সপোর্ট, ট্রানজিট,, পোর্ট, সড়ক ব্যবহার, বিদেশ ( ভারতের ) জন্য নিষিদ্ধ করা হউক। ভারতের টিভি চ্যানেল গুলো বাংলাদেশ এ প্রচার নিষিদ্ধ করা হউক, করতে হবে এখনিই।
ভারত প্রেমি মানুষ আর কিছু ভারত প্রেমি সংবাদ মাধ্যমগুলো এই খবরগুলো দেখেও নাদেখার ভান করে থাকে।
KHUB BHALO KHABOR, EI BHABEI BANGLADESH ASTE ASTE PAKISTAN ER MATO SWABOLOMBI HOYE JABE .
KHUB BHALO KHABOR, EI BHABEI BANGLADESH ASTE ASTE PAKISTAN ER MATO SWABOLOMBI HOYE JABE .
তাই বলে কেউ না খেয়ে মরবে না। আল্লাহর উপর ভরসা রাখুন। সময় আসবে আমরা এর চেয়ে বড় নিষেধাজ্ঞা দিব।
কোন প্রভাব পড়বে না। বরং বাংলাদেশের নতুন ব্যবস্থা হবে। ইউনূস স্যার ঠিকই সমাধান করবে।ইনশাল্লাহ। শত বাধা থাকার পরও গার্মেন্টার আয় বেড়েছে। নতুন কার্গো চালু হয়েছে। ভারত নির্ভরতা আমাদের নেই।
ভারত তার সব শক্তি নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছে! আওয়ামী লীগ ছাড়া সে কাউকে গ্রহণ করতে প্রস্তুত নয়, রাজিও নয়!