ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

পুরীর রথযাত্রায় পদপিষ্ট হয়ে নিহত ৩, আহত ১৫

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(১ দিন আগে) ২৯ জুন ২০২৫, রবিবার, ১১:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:১৫ অপরাহ্ন

ভারতের ওড়িশা রাজ্যের পুরীতে রথযাত্রায় বিশৃঙ্খলার জেরে পদপিষ্ট হয়ে ৩ জন পূণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত‌ হয়েছেন কমপক্ষে ১৫ জন। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। মৃতদের মধ্যে দুইজন নারী ও একজন প্রৌঢ়।  সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রোববার সকালে পুরীর জগন্নাথ মন্দির থেকে তিন কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরের সামনে। এবছর পুরীর রথযাত্রা শুরুতেই অনেক দেরিতে শুরু হলেও মাঝপথে আটকে যায়। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে নিয়ে তিনটি রথ শুক্রবার মূল মন্দির থেকে গুণ্ডিচা মন্দিরের উদ্দেশে রওনা দিলেও, তা গন্তব্যে পৌঁছোতে পারেনি। শনিবার তিনটি রথ পৌঁছায় গুণ্ডিচা মন্দিরে। কিন্তু শনিবার রথ থেকে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে নামানো যায়নি। রাতভর তিনটি রথ ঘিরে বহু ভক্ত ভিড় করেছিলেন। পুলিশ-প্রশাসনের নির্দেশ অমান্য করেই রথের কাছে পৌঁছোনোর চেষ্টা করেন ভক্তেরা। আর তাতেই রবিবার ভোরে ঘটে যায় বিপত্তি। পদপিষ্ট হওয়ার কারণ হিসেবে অপ্রত‍্যাশিত ভিড়ের কথাই জানিয়েছে ওড়িশা সরকার। স্থানীয়দের সুত্রে বলা হয়েছে , এত মানুষের ভিড় হয়েছিল যে সামলানোর মত পর্যন্ত পুলিশি ব্যবস্থা ছিল না। একসময় ঠেলাঠেলিতে কয়েকজন পড়ে যাওয়াতে পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। আহতদের  হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে, এবার রথযাত্রা শুরু হতে বিলম্ব হওয়ায় রাজনৈতিক বিরোধ শুরু হয়েছে। বিজেডি প্রধান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এটিকে ‘ভয়াবহ বিশৃঙ্খলা’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আমরা যা করতে পারি তা হলো প্রার্থনা। মহাপ্রভু জগন্নাথ যেন এই বছর এই ঐশ্বরিক উৎসবকে ছেয়ে ফেলা ভয়াবহ বিশৃঙ্খলার জন্য দায়ী সকলকে ক্ষমা করেন।’

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status