ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ করবে জাতীয় নাগরিক পার্টি

স্টাফ রিপোর্টার

(১ দিন আগে) ২৯ জুন ২০২৫, রবিবার, ২:২২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৫১ অপরাহ্ন

mzamin

জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র-জনতার কথা শুনতে সারা দেশে পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই কর্মসূচির নাম দেয়া হয়েছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। জুলাই মাসজুড়ে এই পদযাত্রা হবে।

রোববার সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘‘ছাত্র–জনতার অভ্যুত্থানকে স্মরণ করতে আগামী ১ থেকে ৩০ জুলাই দেশের সব জেলায় জুলাই পদযাত্রা হবে। এর নাম দেয়া হয়েছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। ১ জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রা শুরু হবে। এই সময়ে আমরা শহীদ পরিবারদের কাছে যাব। তাদের কবর জিয়ারত করব। আহত যোদ্ধা ও অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র–জনতার সঙ্গে কথা বলব।’’

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই নিয়ে ছাত্র–জনতার আকাঙ্ক্ষার কথা শুনব। জাতীয় নাগরিক পার্টির নেতারা একসঙ্গে এই পদযাত্রা করবে।’

এছাড়া ১৬ জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস, ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র–জনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ এবং ৫ আগস্ট ছাত্র–জনতার মুক্তি দিবস উদ্‌যাপনেরও ঘোষণা দেন তিনি।

নাহিদ বলেন, ‘জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে বলে সরকার দায়িত্ব নিয়েছিল। ৩০ কার্যদিবসে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল সরকারের। কিন্তু তার কোনো উদ্যোগ নেই। সরকার যেহেতু বলেছিল সকলের সাথে ঐক্যমত্যের ভিত্তিতে দেবে, তা হয়নি; সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এজন্য ছাত্র-জনতাকে সাথে নিয়ে ৩ অগাস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে।’

সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক অনিক রায় উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

যাই করেন রাস্তাঘাট যানজট ইত্যাদি মুক্ত রেখে জনগণকে আর উদ্যোক্ত করার বিরক্ত করা ঠিক হবে না। সাধারণ জনগণ সব সময় জুলাই চেতনায় সবার চাইতে বেশি প্রতিশ্রুতিবদ্ধ। তাই তাদের কাছে কোন বিশেষ দল নির্বাচন বড় দল ছোট দল এগুলি কিছু আসে যায় না প্রয়োজনীয় দেশের সংস্কার জাতীয় সংহতি সম্পূর্ণ করে নির্বাচন হলে জনগণ স্বতঃস্পূর্ত আনন্দের সাথে নির্বাচনে যাবে। নির্বাচনে যাদের জনগণ বিশেষ কোন দল গোষ্ঠী নয় তাদের কথায় নয়।

সাহিল
৩০ জুন ২০২৫, সোমবার, ১০:২৭ পূর্বাহ্ন

They should take up various charity work.

Nam Nai
৩০ জুন ২০২৫, সোমবার, ৪:৫৩ পূর্বাহ্ন

হেঁটে নয় - কাজ করে দেখান

জনতার আদালত
২৯ জুন ২০২৫, রবিবার, ৪:৫৬ অপরাহ্ন

তোমরা যে রাজাকার আর ধর্ম ব্যবসায়ীদের নোংরা ধান্ধাবাজীর রাজনৈতিক গুটি হয়েছো তা হাঁড়ে হাঁড়ে টের পাবা। পরিনতির জন্য অপেক্ষায় থাকো। তোদের মত ধান্ধাবাজ বাটপার দিয়ে যে দেশ গড়া হবে না, তা নিশ্চিত।

সিরু
২৯ জুন ২০২৫, রবিবার, ৪:৩৯ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status