অনলাইন
রিজার্ভ আরও বেড়েছে
স্টাফ রিপোর্টার
(১ দিন আগে) ২৯ জুন ২০২৫, রবিবার, ৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৩৭ পূর্বাহ্ন

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলারে। গত ২৮ মাসের মধ্যে যা সর্বোচ্চ। সর্বশেষ ২০২৩ সালের মার্চের শুরুতে রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের নিচে নামে। গ্রস রিজার্ভ বাড়ার পাশাপাশি আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ বেড়ে ২৬ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আইএমএফের হিসাব পদ্ধতি মেনে হিসাব প্রকাশের পর থেকে যা সর্বোচ্চ। ২০২৩ সালের জুন মাস থেকে গ্রস রিজার্ভের পাশাপাশি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের তথ্য প্রকাশ শুরু করে কেন্দ্রীয় ব্যাংক।
২০২৩ সালের জুনে আইএমএফের হিসাব পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। তখন গ্রস রিজার্ভ ছিল ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলার। এর আগে ২০২১ সালের আগস্টে প্রথমবারের মতো ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে দেশের রিজার্ভ। এরপর ধারাবাহিকভাবে কমেছে রিজার্ভ। আওয়ামী লীগ সরকার পতনের আগে গত জুলাই শেষে রিজার্ভ ছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর শুরুতে এই রিজার্ভ একই অবস্থায় ছিল। গত কয়েক মাসে তা বাড়তে থাকে। রেকর্ড প্রবাসী আয় নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার কারণে রিজার্ভ বেড়েছে বলে অর্থনীতি সংশ্লিষ্টরা জানিয়েছেন। এছাড়া আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবিসহ বিভিন্ন উৎস থেকে সরকার ৫ বিলিয়ন ডলারের মতো ঋণ পেয়েছে। ঋণের এই অর্থ যোগ হওয়ায় অতি সম্প্রতি রিজার্ভে বড় উল্লম্ফন হয়েছে।
পাঠকের মতামত
আলহামদুলিল্লাহ অত্যন্ত সুখবর তার জন্য এই রিজার্ভের অর্থের সঠিক ব্যবহার সুনিশ্চিত করা যায় সরকার সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে।