ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

বিমানবন্দরে ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন, যা জানালেন উপদেষ্টা আসিফ

স্টাফ রিপোর্টার

(১ দিন আগে) ২৯ জুন ২০২৫, রবিবার, ৯:৩৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:২১ অপরাহ্ন

mzamin

মরক্কো যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাত ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন পাওয়ার ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা হচ্ছে। কেন তিনি ম্যাগাজিন বহন করছিলেন তা নিয়ে প্রশ্ন আসায় এর জবাব দিয়েছেন উপদেষ্টা। নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি জানিয়েছেন, নিজের লাইসেন্সধারী অস্ত্রের ম্যাগাজিনটি ভুলবশত ব্যাগে রয়ে যায়।

বিমানবন্দরে স্ক্যানিংয়ে ধরা পড়ার পর তা তার কর্মকর্তার কাছে ফেরত দেয়া হয়। ফেসবুক পোস্টে আসিফ লিখেন, ‘নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ-অভ্যুত্থানের নেতৃত্বের উপরে যেভাবে হত্যাচেষ্টা চালানো হয়েছে কয়েক দফা তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা।

তিনি লিখেন, মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’ অংশগ্রহণের জন্য আজ ভোর ৬.৫০ মিনিটে ফ্লাইট ছিল। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়। যেটা স্ক্যানে আসার পর আমার প্রটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি। বিষয়টি সম্পূর্ণ আনইন্টেনশনাল। শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করবো ভাই? ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না। এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্যই এটা আলোচনার খোরাক বটে। 

তিনি লিখেন, তবে চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনার পর আমি টিমসহ টানা ১০ ঘন্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এতকিছু ঘটেছে। নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন।

বিমানবন্দর সূত্র জানায়, উপদেষ্টা আসিফ মাহমুদ তার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১৩ নম্বর ফ্লাইটে ঢাকা থেকে তুরস্ক হয়ে মরক্কোতে যান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ মানবজমিনকে বলেন, প্রি-বোর্ডিং স্ক্রিনিং করার সময় উপদেষ্টার সঙ্গে থাকা ছোট ব্যাগে ম্যাগাজিন পাওয়া গিয়েছিল। ম্যাগাজিনটি শনাক্তের পর তিনি জানান- এটি ভুলবশত ব্যাগে এসেছে। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তিনি তার প্রটোকল অফিসারের কাছে ম্যাগাজিনটি পাঠিয়ে দেন। 
 

পাঠকের মতামত

একজন মন্ত্রী মর্যাদার মানুষকে সার্বক্ষণিক নিরাপত্তা দেয়া হয়। তাকে কেন সাথে পিস্তল রাখতে হয় ? ক্ষমতা যখন থাকবে না তখন যাবে কোথায় ? তার বিরুদ্ধে এখনই তদন্ত হওয়া উচিত।

Andalib
৩০ জুন ২০২৫, সোমবার, ১০:২৩ পূর্বাহ্ন

মন্তব্য কারী হাসিনার দোসর M Salim Ullah, তোমরা এখন লুটপাট করতে পারছো না দেখে তোমার এত গা জলছে? আসিফ মাহমুদ যে দায়িত্বে আছে, এই পদে লাইসেন্সওলা অস্র থাকে। M Salim Ullah, হাসিনার পালিয়ে যাওয়া এখনো তোমাদের কাছে সপ্নের মত লাগছে, বিশ্বাস করতে পারছো না, আর তাই এখনো সৈরাচারের সাফাই গাইছো..

রহমান
৩০ জুন ২০২৫, সোমবার, ১২:০৯ পূর্বাহ্ন

সমালোচনা শুরু হয়ে গেল।টিভি টকশো কতদিন চলবে।

Amirswapan
২৯ জুন ২০২৫, রবিবার, ১১:৪০ অপরাহ্ন

সমালোচনা শুরু হয়ে গেল।টিভি টকশো কতদিন চলবে।

Amirswapan
২৯ জুন ২০২৫, রবিবার, ১১:৪০ অপরাহ্ন

হায়াত মউত মহান আল্লাহর কাছে।

ইকবাল কবির
২৯ জুন ২০২৫, রবিবার, ১১:৩৩ অপরাহ্ন

বৈধ অস্ত্র যে কোন নাগরীক তা বহন করার অধিকার রাখে।

মিলন আজাদ
২৯ জুন ২০২৫, রবিবার, ১০:৪০ অপরাহ্ন

এটা নিউজপেপারে আসার মত কোন খবর নয়।

মেঠোপথ
২৯ জুন ২০২৫, রবিবার, ১০:২৯ অপরাহ্ন

এটা কোন খবরই হল না আসিফ মাহমুদের সিনেমার নায়ক নায়িকাদের মত প্রচার প্রসারিত হল।

সাহিল
২৯ জুন ২০২৫, রবিবার, ১০:০২ অপরাহ্ন

দুই দিনের বৈরাগী, ভাতে-রে কয় অন্ন। আগে ভাত খাওয়ার পয়সা জুটতো না, এখন হেভী ক্যালিবার পিস্তল !! এই লোকের লুটপাট প্রমাণ করতে আর কি লাগে ?

M Salim Ullah
২৯ জুন ২০২৫, রবিবার, ১০:০১ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status