ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

এনবিআরের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার

স্টাফ রিপোর্টার

(১ দিন আগে) ২৯ জুন ২০২৫, রবিবার, ১০:০৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার রাতে এক সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক এ ঘোষণা দেন। রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। কর্মসূচি প্রত্যাহার করে তিনি বলেন, এনবিআরের কমপ্লিট শাটডাউনের প্রেক্ষিতে আমদানী রপ্তানিতে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা নিরসনে দেশে ব্যবসায়ী নেতৃবৃন্দের আলোচনাকে আমরা স্বাগত জানাই। অর্থ উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের আলোচনার প্রেক্ষিতে কিছু ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া গেছে। অন্য দিকে সরকার রাজস্ব ব্যবস্থা সংস্কারে যে কমিটি গঠন হয়েছে তাকে ঐক্য পরিষদ স্বাগত জানায়। আমরা এই  কমিটির সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে টেকসই রাজস্ব সংস্কার করতে অবদান রাখতে পারব বলে মনে করি। এমতাবস্থায় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের অনুরোধে এবং আমদানী-রপ্তানি সচল রাখতে তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের বিষয়টি মাথায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করছে। তবে একটি  পূর্ণাঙ্গ এবং টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কারে আমাদের উদ্যোগ এবং কার্যক্রম অব্যাহত থাকবে।     

এর আগে, একই দিন এক বিবৃতিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশের অর্থনীতিতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টির কথা জানিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর কর্মকর্তাদের দ্রুত কর্মস্থলে ফেরার আহ্বান জানায়। অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়। 
 

পাঠকের মতামত

সরকার ও এনবিআর কর্মকর্তা কর্মচারীদের সাধুবাদ জনগণের কল্যাণ উপলব্ধি করার জন্য তা যেন শুধু মুখেই থাকেনা কোন চক্রান্তের কবলে আবার না পড়ে। দিনশেষে জনগণকে জবাবদিহি করতেই হয় এক দশক পরে হোক আর এক দশক আগে হোক।

সাহিল
৩০ জুন ২০২৫, সোমবার, ১০:১৩ পূর্বাহ্ন

ঠেলার নাম বাবা‌জি

Mohammad abu musa
২৯ জুন ২০২৫, রবিবার, ১১:৩২ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status