অনলাইন
ধর্ষণের অভিযোগে পশ্চিমবঙ্গের পদ্মশ্রী প্রাপ্ত এক সন্ন্যাসীকে থানায় হাজিরার নোটিস
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১৩ ঘন্টা আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ৬:১৭ অপরাহ্ন

পশ্চিমবঙ্গের পদ্মশ্রী প্রাপ্ত এক সন্ন্যাসীকে থানায় হাজিরার নোটিস দিয়েছে পুলিশ। মুর্শিদাবাদ জেলার ভারত সেবাশ্রম সংঘের প্রধান স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজকে মহারাজের বিরুদ্ধে প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রতারণা এবং জোর করে গর্ভপাত করানোর অভিযোগ দায়ের করেছেন এক নারী। এ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য, মঙ্গলবার নবগ্রাম থানায় হাজির হতে বলা হয়েছে। সোমবার কার্তিক মহারাজকে থানায় হাজিরার নোটিস দিয়েছে মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশ। বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের অফিসে এক প্রতিনিধিকে নোটিস দিয়ে এসেছেন থানার আইসি।
অভিযুক্ত কার্তিক মহারাজ সমস্ত অভিযোগ আগেই অস্বীকার করেছেন। তিনি বলেছেন, আমি সন্ন্যাসী। সন্ন্যাসীদের জীবনে এমন বাধাবিপত্তি আসে। এমনটা অপ্রত্যাশিত নয়। মুর্শিদাবাদের রাজনীতিতে কার্তিক মহারাজের সংশ্লিষ্টতা রয়েছে। বিজেপি ও আরএসএসের পক্ষে রাজনৈতিক বক্তব্য দিয়ে পশ্চিমবঙ্গে রাজনীতিতে বিতর্ক সৃষ্টি করছিলেন। রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মহারাজ সবসময়ই সরব। অভিযোগ, কার্তিক মহারাজকে শায়েস্তা করতেই ধর্ষনের অভিযোগে দায়ের করা হয়েছে। মহারাজ দাবি করেন, তার সম্মান হানি করতে ষড়যন্ত্র করা হয়েছে।
সম্প্রতি কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ করে এক নারী দাবি করেন, ২০১৩ সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাকে মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান। সেখানে তাকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয়। স্কুলে থাকার জন্য তাকে একটি ঘরও দেওয়া হয়েছিল। সেখানে নাকি এক রাতে মহারাজ হাজির হয়ে তাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন। বাধ্য হয়ে তা মেনে নিতে হয় বলে জানিয়েছেন অভিযোগকারিণী। তার আরও অভিযোগ, দিনের পর দিন তার উপর শারীরিক অত্যাচার চালানো হয়েছে। এমনকি, তিনি সন্তানসম্ভবা হয়ে পড়লে জোর করে তার গর্ভপাত করানো হয়। গত বৃহস্পতিবার রাতে এই মর্মে কার্তিক মহারাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী।