অনলাইন
চকবাজারে ‘দুর্বৃত্তের ছুরিকাঘাতে’ যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টার
(২১ ঘন্টা আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ৯:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৪৮ অপরাহ্ন

রাজধানীর চকবাজারের বাককুশা বাজার এলাকায় ‘দুর্বৃত্তের ছুরিকাঘাতে’ এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। পরে বুধবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ওই যুবকের নাম মো. মোরশেদ আলম তানিম (১৮)। সে লক্ষ্মীপুরের রায়পুরা থানার উত্তর সোনাপুর গ্রামের ফিরোজ আলমের ছেলে।
নিহতের মামা তারেক হোসেন বলেন, ‘বাককুশা বাজারের সামনে আমার ভাগনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে জানার পর সেখানে যাই। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করি। সেখানে আজ বুধবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে-এ বিষয়টি আমরা এখনো জানতে পারিনি।’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালের মর্গে তানিমের মরদেহ রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’