অনলাইন
সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা কর্মবিরতি স্থগিত
স্টাফ রিপোর্টার
(৫ ঘন্টা আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৫:১২ অপরাহ্ন
সিলেটে ৬ দফা দাবিতে অনির্দ্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেছেন পরিবহন শ্রমিকরা। প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে বেলা ২টা থেকে কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ময়নুল ইসলাম।
তিনি জানিয়েছেন, ঘোষিত ৬ দফা দাবি প্রশাসনের পক্ষ থেকে মেনে নেয়ার আশ্বাস প্রদান করায় তারা কর্মসূচি স্থগিত করেছেন। যদি দাবি পূরণ না হয় তাহলে স্থগিত করা কর্মসূচি পুনরায় শুরু করবেন বলে জানান তিনি।
সিলেটের পাথর কোয়ারি খুলে দেয়াসহ ৬ দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছিলেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা। এর আগে শনিবার থেকে সিলেটে পণ্যবাহী যানবাহনের শ্রমিকরা একই দাবিতে কর্মবিরতিতে ছিলেন।
কর্মবিরতির কারণে সকাল থেকে সিলেটে দূরপাল্লার যানবাহন চলেনি। এছাড়া সিলেট থেকে উপজেলা রুটেও যানবাহন চলাচল বন্ধ ছিলো। সিলেটের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। এ সময় তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। তাদের কর্মবিরতির কারণে যানবাহন সঙ্কটে দুর্ভোগ চরমে পৌঁছে। অনেকেই বেশি ভাড়া দিয়ে সিএনজি অটোরিকশা দিয়ে গন্তব্যে যান।