অনলাইন
অপারেশন সিঁদুর
চীনের সমর্থনের দাবি খারিজ করলেন পাক সেনাপ্রধান
মানবজমিন ডিজিটাল
(৪ ঘন্টা আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৫:৩৮ অপরাহ্ন

ভারতের সঙ্গে চার দিনের সামরিক সংঘাতের সময় ইসলামাবাদ কোনও বহিরাগত সমর্থন পায়নি। এই ধরনের দাবির বাস্তবতা নেই। সাফ জানিয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি ইসলামাবাদে স্নাতক অফিসারদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে, মুনির পুনর্ব্যক্ত করেন যে পাকিস্তানের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার যে কোনো দুঃসাহসিক কাজ বা প্রচেষ্টা দৃঢ়তার সাথে মোকাবিলা করা হবে। মুনির বলেন, "পাকিস্তানের সফল অপারেশন বুনিয়ানুম মারসুসে বাহ্যিক সমর্থন সম্পর্কিত ইঙ্গিতগুলো দায়িত্বজ্ঞানহীন এবং বাস্তবিকভাবে ভুল। প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে স্বীকার করতে দীর্ঘস্থায়ী অনীহাকে প্রতিফলিত করে। দ্বিপাক্ষিক সামরিক সংঘর্ষে অংশগ্রহণকারী হিসাবে অন্যান্য দেশের নাম জড়িয়ে দেয়া রাজনৈতিক খেলার একটি হীন প্রচেষ্টা।'
গত সপ্তাহেই ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল সিং দাবি করেছিলেন, অপারেশন সিঁদুর চলাকালীন তুরস্কের থেকে ভারতীয় সেনাদের গতিবিধি সংক্রান্ত ‘লাইভ ইনপুট’ পাচ্ছিল ইসলামাবাদ। তাঁর আরও দাবি ছিল, ভারতকে কেবল পাকিস্তানের সঙ্গে নয়, বরং একই সঙ্গে তুরস্ক ও চিনের সঙ্গেও লড়াই করতে হয়েছে। পাকিস্তানের সামরিক অস্ত্রের ৮১ শতাংশই চিন থেকে আমদানি করা। এই যুদ্ধ আসলে চিনের কাছেও নিজের সামরিক শক্তি পরীক্ষা করার ‘লাইভ ল্যাব’ বা পরীক্ষাগার ছিল।
তুরস্ক থেকে সামরিক বিমানও পেয়েছিল পাকিস্তান। মুনির দাবি করেছেন যে ভারতের কৌশলগত আচরণের বিপরীতে পাকিস্তান নীতিগত কূটনীতি, পারস্পরিক শ্রদ্ধা ও শান্তি স্থাপনের ভিত্তিতে স্থায়ী অংশীদারিত্ব তৈরি করেছে। নিজেকে এই অঞ্চলে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করেছে। খানিকটা হুঁশিয়ারির সুরেই ওয়াক সেনাপ্রধান বলেন, 'পাকিস্তানের শান্তিভঙ্গের চেষ্টা করা হলে তা কোনওভাবেই বরদাস্ত হবে না। দেশের মিলিটারি বেস, আর্থিক প্রতিষ্ঠান অথবা কোনও বন্দরে হামলা হলে সঙ্গে সঙ্গেই তার যথাযথ জবাব দেবে ইসলামাবাদ।' তিনি যোগ করেছেন যে যুদ্ধ মিডিয়ার বক্তৃতা, আমদানিকৃত অভিনব হার্ডওয়্যার বা রাজনৈতিক স্লোগানের মাধ্যমে জয় করা যায় না। বরং বিশ্বাস, পেশাদার দক্ষতা, অপারেশনাল স্পষ্টতা, প্রাতিষ্ঠানিক শক্তি এবং জাতীয় সংকল্পের মাধ্যমে জয়ী হওয়া যায়।
সূত্র : এনডিটিভি