অনলাইন
কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবেরের মৃত্যুতে জামায়াতের শোক
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৫:৪৯ অপরাহ্ন
কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারক আল হামাদ আল মুবারক আল সাবাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। রোববার এক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি।
শফিকুর রহমান বলেন, গত ১৪ সেপ্টেম্বর ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারক আল হামাদ আল মুবারক আল সাবাহ’র ইন্তিকালে আমি জামায়াত ও আমার নিজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। তার ইন্তিকালে কুয়েতের জনগণ ও মুসলিম বিশ্ব একজন যোগ্য নেতাকে হারালো। তিনি কুয়েতের উন্নতি ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন। কুয়েত ও মুসলিম বিশ্ব তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।
জামায়াতের আমীর বলেন, কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারক আল হামাদ আল মুবারক আল সাবাহকে জান্নাতে উচ্চ মর্যাদা প্রদান করার জন্য আমি আল্লাহর নিকট দোয়া করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও কুয়েতের শোকাহত জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।