ঢাকা, ৭ অক্টোবর ২০২৪, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৩ রবিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

ডিম-মুরগির দাম নির্ধারণ করে দিলো সরকার

অনলাইন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৯:০৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩১ অপরাহ্ন

mzamin

উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে ডিম, সোনালি ও ব্রয়লার মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। ডিম খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা, সোনালি মুরগি প্রতি কেজি ২৬৯ টাকা ৬৪ পয়সা এবং ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭৯ টাকা ৫৯ পয়সা নির্ধারণ করে দেয়া হয়েছে। রোববার প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ডা. মোহাম্মদ রেয়াজুল হকের সই করা চিঠিতে সংশ্লিষ্টদের এই দাম বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, কৃষি বিপণন অধিদফতর, প্রাণিসম্পদ অধিদফতর এবং পোলট্রি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের নেতাদের সমন্বয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়েছে। গ্রুপের মতামতের ভিত্তিতে কৃষি বিপণন অধিদফতর ২০২৪ সালের মুরগি (সোনালি ও ব্রয়লার) ও ডিমের যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। নির্দেশনার প্রেক্ষিতে চিঠিতে ২০২৪ সালের মুরগি (সোনালি ও ব্রয়লার) ও ডিমের নির্ধারিত যৌক্তিক মূল্য (উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে) সঠিকভাবে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ডিমের মূল্য উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা ০১ পয়সা এবং খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। উৎপাদক পর্যায়ে সোনালি মুরগি কেজিপ্রতি ২৬০ টাকা ৭৮ পয়সা, পাইকারি পর্যায়ে ২৬৪ টাকা ৫৭ পয়সা এবং খুচরা পর্যায়ে ২৬৯ টাকা ৬৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর ব্রয়লার মুরগি উৎপাদক পর্যায়ে কেজিপ্রতি ১৬৮ টাকা ৯১ পয়সা, পাইকারি পর্যায়ে ১৭২ টাকা ৬১ পয়সা এবং খুচরা পর্যায়ে ১৭৯ টাকা ৫৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। 

এ বিষয়ে ব্যবস্থা নিতে সব বিভাগীয় প্রাণিসম্পদ দফতরের পরিচালককে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল, বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ, অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশসন অব বাংলাদেশ, বাংলাদেশ অ্যাগ্রো ফিড ইনগ্রেডিয়েটস ইমপোর্টার্স অ্যান্ড ট্রেডিং অ্যাসোসিয়েশনের সভাপতিকেও চিঠি দেয়া হয়েছে।

পাঠকের মতামত

খাদ্য দ্রব্যের উপর ভ্যাট টেক্স সব বাতিল করা হউক।

মিলন আজাদ
১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১:৪১ পূর্বাহ্ন

আজ কিনলাম 160/- ডজন। কথা শুনছে না ।

Munir
১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৫:৩৭ অপরাহ্ন

গতকালও ঢাকায় ডিম কিনলাম ১৫০ টাকা। কম দামে কোথায় পান ?

Emran Bin Nasir
১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ২:৩৬ অপরাহ্ন

এটা দাম নির্ধারণ নাকি মস্করা?

Razzab
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৮:৪৫ অপরাহ্ন

আওয়ামী সিন্ডিক্যাট এখনো সক্রিয়।

ওমএ
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৮:৪১ অপরাহ্ন

বাচ্চা ও ফিডের দাম আগে নির্ধারণ করেন নয়তবা আপনাদের নির্ধারিত মূল্য মূল্যহীন হয়ে যাবে।

কামরুল হাছান ভুঞা
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৪:৩৫ অপরাহ্ন

এর চেয়ে কম মুল্যে মুরগি ডিম বিক্রি করলে প্রান্তিক খামারিরা লোকসান দিবে , এমনিতেই গ্রাম বাংলার প্রায় ২ লাখ খামারি থেকে এখন আছে মাত্র ২৫/৩০ হাজার ,বাকি সব দেনার দায়ে বন্ধ গেছে ।।

কাজী মুস্তাফা কামাল
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১২:০২ অপরাহ্ন

বর্তমানে তো এর চেয়ে সস্তায় ডিম এবং মুরগি খাচ্ছি তাহলে কি ওরা দাম বাড়িয়ে দিল !

MK. Mamun Mirza
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৯:৫১ পূর্বাহ্ন

মুরগীর খাবার / পোল্ট্রি ফিডের দাম নির্ধারণ করে দেয়া উচিৎ নইলে উচ্চমূল্যের খাবার দিয়ে ডিমের দাম স্থীর রাখা যাবেনা।

আব্দুল জব্বার
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৮:৪৩ পূর্বাহ্ন

মূল্য নির্ধারণের ক্ষেত্রে ১ পয়সা, ৫৯ পয়সা, ৬১ পয়সা ইত্যাদি এভয়েড করা উচিত। এগুলো মানুষকে ঠকানো বা অপরাধ / গুনাহে উৎসাহিত করা বা ফাজলামো করা ছাড়া আর কিছু নয়।

মোঃ মাহমুদুল আলা
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৭:৩৮ পূর্বাহ্ন

আমার বেতনও এইভাবে নির্ধারণ করে দেয়া হোক

জামিল খান
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১২:৩৪ পূর্বাহ্ন

Excellent, Now we can purchase EGG!, if the businessman agree

ram proshad
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১২:১১ পূর্বাহ্ন

ডিমের দাম ১১ টাকা ৮৭ পয়সা হলে কী করে মুদ্রা বিনিময় হবে...!!! সেই তো ১২ টাকাই রাখতে হবে। আসলে ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করতে সরকার ভয় পেয়েছে.

G. Paul
১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৯:৪৭ অপরাহ্ন

বর্তমানে তো এর চেয়ে সস্তায় ডিম এবং মুরগি খাচ্ছি তাহলে কি ওরা দাম বাড়িয়ে দিল !!!!!!!!

Khaled Shams
১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৯:২৬ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status