বিনোদন
বানরের জন্য দেড় কোটি টাকা দান
বিনোদন ডেস্ক
৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার
বানরের খাবারের জন্য প্রায় দেড় কোটি টাকা দান করলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তার দেয়া এই অর্থ ব্যয় হবে ভারতের অযোধ্যার বানরের দৈনন্দিন খাবারের জন্য। জানা যায়, অঞ্জনেয়া সেবা ট্রাস্ট নামে একটি প্রতিষ্ঠান অযোধ্যার বানরদের খাওয়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে। সাহায্যের জন্য যোগাযোগ করা হলে ট্রাস্টকে অর্থ সহায়তার সম্মতি দেন অক্ষয়।