ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

রকমারি

সোনায় মোড়া চা, দেদার বিকোচ্ছে দুবাইয়ের ক্যাফেতে

মানবজমিন ডিজিটাল

(৪ মাস আগে) ১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৬:৫৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:২৬ অপরাহ্ন

mzamin

শীতের মওসুম মানেই চা, কফিতে চুমুক। সেই চা যদি হয় সোনায় মোড়া তাহলে তার জবাব নেই।  দুবাইয়ের এক ক্যাফেতে এরকমই চা বিকোচ্ছে দেদারে । দাম শুনলে চোখ কপালে উঠতে পারে যে কারও। নাম দেওয়া হয়েছে 'গোল্ড কারাক' টি।  ডিআইএফসি-র এমিরেটস ফিনান্সিয়াল টাওয়ারে বোহো ক্যাফেতে উপচে পড়ছে ভিড়। খাঁটি সোনার চা, কফি খাওয়ার জন্য রীতিমতো লাইনে দাঁড়াচ্ছেন বহু মানুষ। ক্যাফের মালিক ভারতীয় বংশোদ্ভূত সুচেতা শর্মা জানিয়েছেন, এক কাপ খাঁটি সোনার চায়ের দাম ১ লক্ষ ১৪ হাজার টাকা। এবং এক কাপ সোনার কফির দাম ১ লক্ষ ৪ হাজার টাকা। সংস্থার তরফে দাবি করা হয়েছে, সোনা গায়ে নয় যাবে সোজা পেটে। ২৪ ক্যারেট সোনা দিয়ে চা তৈরি করছেন তাঁরা। অনেকে বলেন, দুবাইয়ের বোহো ক্যাফে আসলে এক টুকরো ভারত। সোনায় মোড়া জিনিস পত্র ছাড়াও এদেশের সমস্ত স্ট্রিট ফুড ওই ক্যাফেতে পাওয়া যায়। চায়ে সোনা, এমন ভাবনা কোথা থেকে এল? সুচেতা শর্মা বলেন, 'আমরা চেয়েছিলাম চেয়েছিলাম অন্যরকম কিছু করতে। সেখান থেকেই সোনার চা বাজারে আনা। 'সুচেতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ক্যাফেতে চা, কফি রুপোর কাপ, প্লেটে পরিবেশন করা হয়। ওপর থেকে ২৪ ক্যারেট সোনার পাতা সাজিয়ে দেওয়া হয়। যা কেউ চাইলে বাড়িতেও নিয়ে যেতে পারবেন। এখানে সোনার চা, কফি ছাড়াও সোনার পানীয়, আইসক্রিম, কেক খেতেও ছুটে আসছেন মানুষ। এই ক্যাফেতে সাধ্যের মধ্যেও বহু খাবারের পদ রয়েছে। কিন্তু অধিকাংশের আগ্রহ সোনার চা, কফির প্রতি।

সূত্র : এনডিটিভি

রকমারি থেকে আরও পড়ুন

রকমারি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status