রকমারি
রিফাতের প্রথম কাব্যগ্রন্থ ’হৃদয়ের গহীনে" বইমেলায় প্রকাশ
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৫:৫৫ অপরাহ্ন

অমর একুশে বইমেলা ২০২৫ এ প্রকাশিত হয়েছে ইসলামী নাশিদশিল্পী আব্দুল্লাহ আল মুআজ রিফাত এর প্রথম কাব্যগ্রন্থ ‘ হৃদয়ের গহীনে।’ বইটির প্রচ্ছদ করেছেন ইব্রাহীম আহমেদ। প্রকাশ করেছে ঐকতান প্রকাশন। বইমেলায় ঐকতান প্রকাশন এর স্টলে (২৭৯) পাওয়া যাবে বইটি। আল্লাহ ও রাসুলের প্রশংসা,প্রেম, ভালোবাসা, দ্রোহ, প্রকৃতি-পরিবেশসহ বেশ কিছু বিষয় নিয়ে লেখা কবিতা দিয়ে ৯৮ পৃষ্ঠার বইটি সাজানো হয়েছে। নতুন বই সম্পর্কে মুআজ রিফাত বলেন, আমি মূলত সঙ্গীত নিয়ে সবসময় কাজ করি, অনেক বছর আগে থেকেই টুকটাক লেখালেখি করতাম। সাহিত্যের এই জগৎটাতে আমি একেবারে নতুন তবুও নতুন এসে অনেকের প্রচুর ভালোবাসা, স্নেহ ও প্রশংসা পেয়েছি। বিশেষ কোনো উদ্দেশ্য মাথায় রেখে লেখালেখি শুরু করিনি। মুআজ রিফাত এর বেড়ে ওঠা বরগুনার আমতলী উপজেলায়। বর্তমানে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন।