বিনোদন
‘স্মার্ট বাংলা কারাওকে মিউজিক কনটেস্ট’-এ চ্যাম্পিয়ন শাহীন
স্টাফ রিপোর্টার
২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবারজমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনি-স্মার্ট প্রেজেন্টস ‘স্মার্ট বাংলা কারাওকে মিউজিক কনটেস্ট ২০২৪’। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ের জহির স্মার্ট টাওয়ারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশে জাপানের সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড দেশে প্রথমবারের মতো আয়োজন করে এই প্রতিযোগিতা। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৭০০ প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্য থেকে বিভিন্ন রাউন্ডে যাচাই-বাছাই শেষে ২৫ জন শিল্পী গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণের সুযোগ পান। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার শাহীন আলম। তাকে দেয়া হয় নগদ ৫০ হাজার টাকা পুরস্কার। আর ফার্স্ট রানার-আপ আহাদুর রহমান রাহাদকে ৩০ হাজার টাকা এবং সেকেন্ড রানার-আপ শ্যামল দেবনাথকে নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন- গায়ক ও সুরকার কিশোর দাশ, সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল এবং সংগীতশিল্পী ইসফাতারা রনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ‘স্মার্ট বাংলা কারাওকে মিউজিক কনটেস্ট-২০২৪’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর সংগীতশিল্পী লিলিন মুন, স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. এর মহাব্যবস্থাপক সারোয়ার জাহান চৌধুরী, হেড অব মার্কেটিং উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমানসহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা। অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের আয়োজনের উদ্যোগ নেবেন বলে জানান।