বিনোদন
ভিন্ন আঙ্গিকে ভালোবাসা দিবসে পূজা
স্টাফ রিপোর্টার
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার
নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে গানটি করেছেন তিনি। এর মাধ্যমে অনেকটা সময় পর গানচিত্র নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে আসছেন এ শিল্পী। গানটির শিরোনাম ‘এক জনমে হাজার মরণ’। রাকিব হাসান রাহুলের কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন অদিত রহমান। আর গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। গানটিতে থাকছে নাচও। এর কোরিওগ্রাফিতে ছিলেন রোহান। গানটি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন বলে জানালেন এ শিল্পী। মানবজমিনকে পূজা বলেন, গত বছরের মাঝামাঝি থেকে দেশের সার্বিক পরিস্থিতির কারণে সে অর্থে নতুন গান নিজ উদ্যোগে প্রকাশ করিনি। এবার একেবারে নিজের মনের মতো করে একটি গান করেছি। গানের ধরন প্রসঙ্গে পূজা বলেন, এটা অনেকটা ফোক-ফিউশনধর্মী স্যাড গান। অনেকদিন ধরেই ইচ্ছা ছিল অদিত দা’র সঙ্গে কাজ করার। এবার সেটা হয়ে উঠলো। গানটি অন্য আঙ্গিকে করা হয়েছে, এমন গানে এর আগে আমাকে পাওয়া যায়নি। আমার বিশ্বাস, গানটি প্রকাশ হলে পছন্দ করবেন সবাই। পূজা জানান, গানটির ভিডিওতেও অন্যরকমভাবে উপস্থাপিত হয়েছেন তিনি। সেট ফেলে এফডিসিতে গানটির শুটিং হয়েছে।