খেলা
মিলানে পাড়ি জমালেন কাইল ওয়াকার
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৩৭ অপরাহ্ন
ম্যানচেস্টার সিটির অধিনায়ক কাইল ওয়াকার যোগ দিয়েছেন ইতালিয়ান ক্লাব এসি মিলানে। শুক্রবার এই দলবদলের খবর নিশ্চিত করে দু’দল। আপাতত লোনে ইতালিতে পাড়ি জমিয়েছেন ওয়াকার। তবে আসছে গ্রীষ্মে পাকাপোক্ত হতে পারে এই চুক্তি।
প্রাথমিকভাবে চলতি মৌসুমের বাকিটা সময় মিলানের হয়ে খেলবেন এই ইংলিশ ডিফেন্ডার। আগামী রোববার ইতালিয়ান সিরি আ -তে পার্মার মুখোমুখি হবে মিলান। সে ম্যাচেই অভিষেক হবে ওয়াকারের। ইতিহাদ ছাড়ার আগে সিটির ভক্ত-সমর্থক, সতীর্থ, কোচ এবং ক্লাবের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘ম্যানচেস্টার সিটি, কোথা হতে শুরু করব? ২০১৭তে অসাধারণ এই ক্লাবে নাম লেখানোটা ছিল স্বপ্ন সত্যি হবার মতো। ৭ বছরে চ্যাম্পিয়নস লীগ, বিখ্যাত ট্রেবলসহ ১৭টি ট্রফি জিতছি, যা কিনা আমার শৈশবের স্বপ্নের মতো।’ কোচ পেপ গার্দিওলার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আলাদাভাবে ওয়াকার লেখেন, ‘পেপ গার্দিওলা, ২০১৭তে আমাকে এখানে নিয়া আসা ও আমার প্রতি বিশ্বাস রাখায় আপনাকে ধন্যবাদ। আমরা একসঙ্গে ১৭টি শিরোপা উদযাপন করেছি। এবং আপনার দিকনির্দেশনাই আমাকে আজকের ফুটবলারে পরিণত করেছে। আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ।’
আরেক পোস্টে মিলানে যোগ দেবার প্রসঙ্গে তিনি লেখেন, ‘এসি মিলানে যোগ দিয়ে আমি আনন্দিত ও গর্বিত। ছোট থেকে আমার অনুসরণ করা ক্লাবগুলোর মধ্যে সমৃদ্ধশালী ইতিহাসের এই দলটি অন্যতম। এখানে যোগদান করাটা সম্মানের। রোসোনেরি (লাল-কালো) শার্ট গায়ে চড়াতে মুখিয়ে রয়েছি।’
২০১তে লন্ডনের ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে সিটিতে যোগ দেন ওয়াকার। এরপর প্রিমিয়ার লীগ শিরোপা জেতেন ৬ বার। ২০২৩ -এ জেতেন স্বপ্নের চ্যাম্পিয়নস লীগ। চলতি মৌসুমে সিটির অধিনায়ক হিসাবে কঠিন সময় পার করেন তিনি। গত বছরের ১৫ই ডিসেম্বর ঘরের মাঠে ম্যানচেস্টার ডার্বিতে ২-১ গোলে হারে সিটি। এরপর আর মাঠে নামেননি এই ইংলিশ রাইট ব্যাক। নতুন ক্লাব মিলানও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। সিরি আ -তে এখন পর্যন্ত ২০ ম্যাচে ৮ জয়, ৭ ড্র ও ৫ হার নিয়ে ৩১ পয়েন্টে তালিকার আটে রয়েছে দলটি।