বিনোদন
নাঈম-নাদিয়ার আমন্ত্রণে তারকা দম্পতিরা
স্টাফ রিপোর্টার
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার
ভালোবাসা দিবস উপলক্ষে টিভি পর্দার প্রিয় মুখ এফএস নাঈম ও নাদিয়া দম্পতি তৈরি করেছেন একটি বিশেষ রান্নাঘর, যার নাম ‘ভালোবাসার কিচেন’। এই রান্নাঘরে রান্না হবে মজার মজার রেসিপি, হবে খাওয়া দাওয়া এবং জম্পেশ আড্ডা। যেখানে অংশগ্রহণ করবেন জনপ্রিয় তারকা দম্পতিরা। রান্না করবেন তারা নিজেরাই। আর এই আয়োজনটি করেছে মাছরাঙা টেলিভিশন। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মাছরাঙা’র এই আয়োজনটিই আসলে ‘ভালোবাসার কিচেন’। নাঈম-নাদিয়া দম্পতি এটি উপস্থাপন করবেন দর্শকদের সামনে। সাত পর্বের এ অনুষ্ঠান ১৪ই ফেব্রুয়ারি থেকে সাতদিন প্রচার হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। প্রথম পর্বে থাকবেন অভিনেত্রী ও মডেল মাসুমা রহমান নাবিলা ও তার স্বামী জোবায়দুল হক রিম। পরবর্তী পর্বগুলোতে থাকবেন অভিনেত্রী শারমীন জোহা শশী ও তার স্বামী খালিদ হোসেন অভি, ফাতেমা তুজ জোহরা ও তার স্বামী সৌমিক আহমেদ, নাজিয়া হক অর্ষা ও তার স্বামী মোস্তাফিজুর নুর ইমরান, শিয়ানা শাহবা ও তার স্বামী সৌভিক আহমেদ, কায়নাত আহমেদ ও তার স্বামী অনম বিশ্বাস, অভিনেত্রী সালহা খানম নাদিয়া ও তার স্বামী সালমান আরাফাত। অনুষ্ঠানটি সম্পর্কে নাদিয়া বলেন, এটি শুধু রান্নার অনুষ্ঠান নয়। এখানে দু’জনের গল্প, খুনসুটি, শেয়ারিং, কেয়ারিংসহ সংসার জীবনের নানা বিষয় উঠে আসবে। আশা করি, দর্শকরা উপভোগ করবেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।