বিবিধ
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জন্মদিন আজ
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ২২ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৩৫ পূর্বাহ্ন

খ্যাতিমান শিশুসাহিত্যিক, চলচ্চিত্র প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের জন্মদিন আজ। ১৯৫৫ সালের ২২ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।
ছোটবেলা থেকে তিনি কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা, চাঁদের হাট এবং বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই শিশুকিশোর উপযোগী বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে জড়িত। ছোটদের জন্য প্রায় শতাধিক বই লিখেছেন ফরিদুর রেজা সাগর। তার লেখা শিশু-কিশোরদের উপযোগী গোয়েন্দা সিরিজ ছোটকাকু বেশ জনপ্রিয়। এ বছর ছোটকাকু সিরিজের চল্লিশটি উপন্যাস এক মলাটে ‘ছোটকাকু চল্লিশ’ নামে প্রকাশিত হয়েছে।
ফরিদুর রেজা সাগর অসংখ্য পুরস্কার ও সম্মাননা ছাড়াও প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কয়েকবার। শিশু একাডেমির অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার এবং ইউরো শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন। সাহিত্যে ২০০৪ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং একুশে পদক পেয়েছেন ২০১৫ সালে। তার মা প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। বাবা ফজলুল হক ছিলেন দেশের প্রথম সিনেমা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং প্রথম শিশুতোষ চলচ্চিত্র প্রেসিডেন্ট-এর নির্মাতা।
ফরিদুর রেজা সাগর বর্তমানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক। ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ তার বিখ্যাত একটি বই। স্ত্রী কনা রেজা, দুই কন্যা মেঘনা-মোহনা। নাতি-নাতনি মায়রা ও মায়রন।