ঢাকা, ১২ মার্চ ২০২৫, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ রমজান ১৪৪৬ হিঃ

অনলাইন

৫০০ যাত্রীসহ পাকিস্তানে ট্রেন হাইজ্যাক, সামরিক অভিযান চালালে হত্যার হুমকি

মানবজমিন ডেস্ক

(১৬ ঘন্টা আগে) ১১ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৪:৫৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

mzamin

পাকিস্তানের বেলুচিস্তানের কাচ্চি’তে ম্যাচ শহরের আবে গাম এলাকায় জাফর এক্সপ্রেস নামের ট্রেনটিকে  হাইজ্যাক করা হয়েছে। এতে জিম্মি করা হয়েছে প্রায় ৫০০ যাত্রী ও আরোহীকে। ভারতের টাইমস নাউ খবরে জানায়, ছয়জন সামরিক কর্মীকে হত্যার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। কিন্তু পাকিস্তানি মিডিয়ায় নিহতের তথ্য এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। ট্রেনটি গুদালার এবং পিরু কোনেরি এলাকার ভিতর দিয়ে যাওয়ার সময় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। বিএলএ সতর্ক করে দিয়েছে যে তাদের বিরুদ্ধে যেকোনো সামরিক অভিযান হলে সমস্ত জিম্মিকে হত্যা করা হবে। তারা পুরো ট্রেনটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। 

এক বিবৃতিতে বিএলএ জানিয়েছে-  তাদের যোদ্ধারা মাশকাফ, ধাদার, বোলানে পূর্বপরিকল্পিত অভিযান পরিচালনা করেছে। দলটি জানিয়েছে - ‘আমাদের মুক্তিযোদ্ধারা রেলপথ উড়িয়ে দিয়েছে, যার ফলে জাফর এক্সপ্রেস থামতে বাধ্য হয়েছে। যোদ্ধারা দ্রুত ট্রেনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং সমস্ত যাত্রীকে জিম্মি করে’। কঠোর হুঁশিয়ারি দিয়ে  বিএলএ ঘোষণা করে,  ‘যদি সামরিক  বাহিনী কোনও  অভিযানের চেষ্টা করে, তাহলে তার পরিণতি হবে ভয়াবহ-  শত শত জিম্মিকে হত্যা করা হবে এবং এই রক্তপাতের দায় সম্পূর্ণরূপে সামরিক বাহিনীর উপরন বর্তাবে।’ বিএলএ জানিয়েছে যে-  তাদের বিশেষায়িত ইউনিট- মাজিদ ব্রিগেড, এসটিওএস এবং ফতেহ স্কোয়াড- এই আক্রমণটি চালিয়েছে এবং যেকোনো সামরিক হস্তক্ষেপের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। টাইমস নাউ জানায়, হতাহতের বিষয়টি নিশ্চিত করে বিএলএ জানিয়েছে, ‘এখনও পর্যন্ত ছয়জন সামরিক কর্মী নিহত হয়েছেন এবং শত শত যাত্রী বিএলএ’র হেফাজতে রয়েছেন।’

 বেলুচ লিবারেশন আর্মির মুখপাত্র জিয়ান্দ বেলুচ পুনর্ব্যক্ত করেন, এই অভিযানের দায় তাদের দল সম্পূর্ণভাবে গ্রহণ করছে। ওদিকে এক্সপ্রেস ট্রিবিউন বলছে, ম্যাচ-এর কাছে আব গাম এলাকায় এই ঘটনা ঘটেছে। সেখানে সশস্ত্র অবস্থায় প্রায় ৬জন ব্যক্তি ট্রেনে ফাঁকা গুলি করেছে।  ঘটনাস্থলের দিকে ছুটে গেছেন উদ্ধারকর্মী ও নিরাপত্তা রক্ষাকারীরা। হামলাকারীদের শনাক্ত করার অভিযান চলছে। রেল কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, এর চালক গুরুত্বর জখম হলেও তিনি শঙ্কামুক্ত। তাদেরকে সহযোগিতা করতে একটি ইমার্জেন্সি ট্রেন পাঠানো হয়েছে। হামলার পর কর্তৃপক্ষ পেশোয়ার-কোয়েটা জাফর এক্সপ্রেস পূর্ব সতর্কতা হিসেবে বন্ধ রেখেছে। শিবি হাসপাতালে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। অর্থাৎ স্টাফদের ছুটি বাতিল করা হয়েছে। রেলওয়ে কন্ট্রোলার মুহাম্মদ কাশিফ বলেন, এই ট্রেনে ছিল ৯টি কোচ। আরোহীর সংখ্যা ছিল প্রায় ৫০০। ৮ নম্বর টানেলে সশস্ত্র ব্যক্তিরা এপা ড়ফশপাভধ করে। ট্রেনের যাত্রী ও স্টাফদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।

পাঠকের মতামত

পাকিস্তানে যত জঙ্গি হামলা হচ্ছে ,তার অধিকাংশই ভারতের মদদপুশট ।

কাজী মুস্তাফা কামাল
১১ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৭:৫২ অপরাহ্ন

বিএলএ ঠিক কাজটিই করেছে। বর্বর পাকিরা যে অত্যাচার নির্যাতন এতদিন চালিয়েছে বেলুচিস্তানবাসীর উপরে তার উপযুক্ত জবাব দেবার সময় এখন। এই পাকিরা তাদের মুসলিম প্রতিবেশি আফগানিস্তানের উপরে দমন পীড়ন চালায়। এজন্য আফগানিস্তান এখন ভারতের সাথেই সম্পর্কন্নোয়নে বেশি আগ্রহী।

রাফসান
১১ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৭:১৩ অপরাহ্ন

বিডিআর বিদ্রোহের খবর আগে ভারত প্রচার করে । শেষে দেখা যায় এতে ভারত থেকে আগতরা জড়িত !

Ahmed
১১ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৫:৪২ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status