অনলাইন
বাংলাদেশে দুইজন সেনাপ্রধান অনন্য নজির স্থাপন করেছেন
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ২৪ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ১:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৪৮ পূর্বাহ্ন
জেনারেল(অব.) নুরুদ্দিন খান এবং জেনারেল ওয়াকার-উজ জামান
বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধারে দুইজন সেনাপ্রধান নজির স্থাপন করেছেন। রচনা করেছেন নতুন ইতিহাস। এরা হলেন জেনারেল নুরুদ্দিন খান এবং জেনারেল ওয়াকার-উজ জামান। '৯০ এর আন্দোলনের সময় তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল এরশাদ সেনাশাসন চেয়েছিলেন। কিন্তু জেনারেল নুরুদ্দিন তা প্রত্যাখ্যান করেন এবং জনতার পাশে দাঁড়ান। এরপর ইতিহাস রচনা করেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্র-জনতার পাশে দাঁড়ান। শেখ হাসিনা তাকে বিরামহীনভাবে গুলি করারও নির্দেশ দিয়েছিলেন। কিন্তু জেনারেল ওয়াকার সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করতে সায় দেননি। এটা ছিল এক অভাবনীয় সিদ্ধান্ত।

একদিকে আত্মীয়তা। অন্যদিকে দেশ। কোনটা বেছে নেবেন জেনারেল ওয়াকার! সে সময় এটাই ছিল মুখ্য প্রশ্ন। কিন্তু শেষ পর্যন্ত তিনি দেশ ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে অনন্য ইতিহাস নির্মাণ করেন। ছয় মাস পরেও তিনি তার অবস্থানে অনড় রয়েছেন। দ্রুত নির্বাচনের পক্ষে তার অবস্থান জননন্দিত হয়েছে। জেনারেল ওয়াকার একাধিকবার বলেছেন, দেশটা আমাদের সবার। সেনাবাহিনী আলাদা কোনো দ্বীপের বাসিন্দা নয়। তাই আমরা জনগণের পাশেই থাকবো। এটাই আমাদের প্রতিশ্রুতি।
পাঠকের মতামত
মন্দের ভালো ওয়াকার স্যার! তারপর ও ধন্যবাদ উনাকে। উনি এখনো ইচ্ছে করলে সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করতে পারেন। দুর্নীতিবাজদের দমন করতে পারেন। বাট কতটুকু করছেন?
আল্লাহ পাকের অসীম মেহেরবানী
আলহামদুলিল্লাহ
উনি একজন দক্ষ সেনা প্রধান। দেশের স্বার্থে যা করেছেন তা সত্যিই প্রশংসনীয়। আমি উনাকে স্যালুট জানাই।
ঊনার এর থেকে ভালো কোন চয়েজ ছিলো না। তাই তাকে এতোটা গ্লোরিফাই করার কিছু দেখি না। হ্যাঁ তবে যেদিন জরুরি অবস্থা প্রথম দেয়া হলো তখন যদি উনি তার বাহিনীকে নিয়ে বেরাকে থেকে জনগনের পাশে থেকে আন্দোলনকে সমর্থন দিতেন তাহলে উনি সবার উপরেই থাকতেন। আর উনার আমলেও কিন্তু আয়নাঘর ছিলো এবং উনি আয়নাঘরের কুশীলবদের বের হয়ে যেতে বা রক্ষা করতে সহায়ক ভূমিকা রেখেছেন তা কি জেনারেল নুরুদিন এর সময় কি ছিলো? আর একটা ঘোলাটে পপরিস্থিতিতে উনার উচিত ছিলো উনার বাহিনী কে নিয়ে দেশ গঠনের কাজে নিয়োজিত থাকা কিন্তু আমরা দেখতেছি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকার পরও উনি এবং উনার জেনারেল গন বর্তমানে কি রোল প্লে করছে তাই এতো কৃতিত্ব দিয়ে তাকে মহান বানানো যায় না।
This is great, correct evaluation
আপনি একজন দক্ষ এবং অভিজ্ঞ সেনাপ্রধান. আজ আপনি জাতিকে নতুনভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছেন. এজন্য জাতি আপনার প্রতি চির কৃতজ্ঞ. দেশটা কারোর একক নয়, আমাদের সকলের মিলে দেশ. এই দেশে আর কোন স্বৈরাচারের যাতে জন্ম না হয় সেদিকে আমাদের সকলের খেয়াল রাখা উচিত. তাহলে আগামী দিনে আমরা সুন্দর একটি বাংলাদেশ পাবো বলে প্রত্যাশা করছি
জেনারেল ওয়াকার স্যার একজন অত্যন্ত সৎ,মেধাবী,যোগ্য এবং দেশপ্রেমিক। এরকম কিছু কর্মকর্তা দেশ প্রেমিক হলেই দেশের রূপ পরিবর্তন হয়ে যেত। কোন অপশক্তি এবং স্বৈরাশাসক এদেশে জন্ম নিত না।
মন্তব্যকারী azam, right.
আমার কাছে বিষয়টি আসলে সেরকম মনে হচ্ছে না। এখানে বিষয়টি একটু বিশ্লেষণ করা যাক। ১ম কারফিউর সময় সেনাবাহিনী ছাএ জনতার পক্ষে ছিলনা। ২য় কারফিউর সময় সেনারা ছাএ জনতার পক্ষে দাড়ায়। ১ম কারফিউর সময় সব বাহিনীই ছাএদের বুকে গুলি চালায়। কিন্তু ২য় কারফিউর সময় সেনারা বাদে বাকিরা যেমন পুলিস, বিজিবি ও র্যাব গুলি চালায়। সেনারা গুলি ছোড়া থেকে বিরত থাকে। এখন প্রশ্ন হলো সেনারা কেন হাসিনার পক্ষ ত্যাগ করে? এই বিষয়ে বিশ্লেষণে যাবার আগে দুটি কারফিউর হিসাব মেলানো যাক, তাহলো ১ম কারফিউতে সেনারা সহ যৌথবাহিনী হাসিনার পক্ষ নিয়ে ছাএদের উপর গুলি চালিয়ে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনে। তারপর ২য় কারফিউর আগে হাসিনা ও ওবায়দুল কাদের মিডিয়ায় প্রকাশ্যে আসে। হাসিনা আগের মতই দম্ভভরে বলেছিল "শেখের বেটি পালায় না, হাসিনা পালায় না" আর ওবায়দুল কাদের বলেছিল "তারা বলেছিল আমরা (আমিলিগ) নাকি অলি গলি খুজে পাবো না, এখন কার পালানোর পথ নেই?" এখন কথা হলো ২য় কারফিউতে সেনারা কেন হাসিনাকে ছেড়ে ছাএ জনতার পাশে আসে? ২য় কারফিউতে না জানি ১ম কারফিউতে সেনারা জাতিসংঘের গাড়ি নিয়ে রাস্তায় বের হয়, তখন বিশ্ব গণমাধ্যমে এটা নিয়ে খবর হলে চরম আন্তর্জাতিক প্রতিক্রিয়া দেখা দেয়। জাতিসংঘের তরফে ক্ষিপ্ত বিবৃতি দেয়া হয় এবং জাতিসংঘ বাংলাদেশের সেনাবাহিনীকে হুমকি দেয়। জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের সেনাদের নিয়োগ না দেয়ার একটি কথা প্রকাশ পায়, আবার এদিকে সাবেক সেনা কর্মকর্তাদের অনেকেই মিডিয়ায় বিবৃতি দিয়ে ও রাজপথে নেমে সেনাদেরকে জনতার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে নিষেধ করেন। তখন তৃণমুল পর্যায়ের সেনাদের টনক লড়ে। এই ফাকে ছাএ জনতাও তৃনমূল পর্যায়ের সেনাদের কে ফুল দিয়ে, গান দিয়ে ও নানাভাবে কম্পোমাইজ করে ফেলে, সেনাদেরকে ছাএজনতা বুকে জড়িয়ে ধরে, সেনারাও ছাএজনতাকে বুকে জড়িয়ে ধরে। সব মিলিয়ে তৃণমূল পর্যায়ের সেনারা আর ছাএ জনতার বুকে গুলি চালাবেন না বলে সিদ্ধান্ত নিয়ে জেনারেলের ওয়াকার সাহেব কে জানালে, তিনি গণভবনে গিয়ে হাসিনাকে জানায়। তারপরই পরিস্থিতি পাল্টে যায়। ওয়াকার সাহেব হিরো হয়ে যান আর হাসিনাকে পালাতে হয়। তারপরও আমি বলবো সেনারা মানে সেনাবাহিনী আসলেই দেশ প্রেমিক। শেষ পরযন্ত সেনারাই বাংলাদেশ কে ধংসের হাত থেকে বাচিয়েছেন। যদিও জেনারেল আজিজের সময় বাংলাদেশ সেনাবাহিনী ধংস হয়েছিল। আমরা জনতা ভোট দিতে পারনি তখন।
সাধারণ সৈনিকেরা দেশ ও দেশের মানুষের মনোভাব বুঝতে পেরে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের গুলির নির্দেশনা না মানার সিদ্ধান্ত নেন। সেনা প্রধানও ব্যাপারটি অনুভব করতে পেরে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করেননি। ধন্যবাদ সকলকে।
ইতিহাস তাকে যথার্থ মুল্যায়ন করবে ইনশাআল্লাহ
জাতী আপনাকে আজীবন স্বরণ করবে। আপনি জাতির গর্ব। আপনি জাতীর ক্লান্তিলগ্নে যে সাহসী পদক্ষেপ নিয়েছেন তা অভাবনীয় বটে। ধন্যবাদ স্যার আপনাকে
জেনারেল ওয়াকার স্যার ebong nam na jana kisu sena officer sottikar er desh tader jonno soirachar nipat hoieche era অত্যন্ত সৎ,মেধাবী,যোগ্য এবং দেশপ্রেমিক। এরকম কিছু administration, police কর্মকর্তা দেশ প্রেমিক হলেই দেশের রূপ পরিবর্তন হয়ে যেত। কোন অপশক্তি এবং স্বৈরাশাসক এদেশে জন্ম নিত না।
"আমিতো প্রেমে পড়িনি। প্রেম আমার উপরে এসে পড়েছে!!" - জেনারেল ওয়াকার
তাহলে প্রিয় মানব জমিনও কি ফ্যাসিস্ট বা ভারতের পক্ষের???? বিপরীত কিন্তু সত্য কমেন্ট করলেও কেন বরাবরই এপ্রুভ করে না, মানবজমিন??????
They are great & respected person our Nation. Allah they Bless yours.
General Wakar Uz Zaman has done an excellent job. Such individuals are needed in every era. This nation will remember General Wakar Uz Zaman with love and respect for generations to come. Salute to General Wakar Uz Zaman.
কিন্তু এরকম একজন দেশপ্রেমিক সেনাপ্রধান এবং যোগ্য প্রধান উপদেষ্টা থাকতেও পরিস্থিতি উনাদের নিয়ন্ত্রনে আনছেন না কেন?
Gerenal waker is a real hero.
নি:শ্বন্দে একজন প্রকৃত দেশ প্রেমিক । উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
Head of the 'Chowkidar' got promoted I mean super promotion by dint of Hasina. His knowledge, performance and brain is sitting under the knee. A botomless army officer as well as son of Shanti committee of Sherpur and same time his father was adviser of greater Mymensing in 1971. His mother side grandfather was a member of Pakistan parliament. Why people are thinking he has been saved no no no at at all. More than 3000 polices and 1000 general people were killed ibn two days on August 5-6 by guard of that stupid chowkidar and their head. Still what's going to the country ? You people can't realize cause you all Jongi cum terrorist. If anyone had brain than using that you dont need to kill the people. It was totally blind, bloody and stupid decision to promote him head chowkidar supersiting another 22 seniors ahead of him. The nation is suffering andtill trhe end will suffer a lot. Wait and see.
বাংলাদেশের জনগণ জাতির এই দুই সাহসী কৃতিসন্তান কে তাদের কর্ম দক্ষতার জন্য আজীবন মনে রাখবে। দেশের ক্লান্তি লগ্নে যে সাহসী ও মানবিক ভূমিকা আর সিদ্ধান্ত নিয়ে দেশপ্রেমি সেনাবাহিনীর সম্মান ঐক্যবদ্ধ ধরে রেখেছেন জেনারেল ওয়াকার-উর জামান। আমি আন্তরিক ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীকে।
পার্থক্য হচ্ছে, একজন এরশাদকে সেইফ এক্সিট দেয় নাই, কিন্তু আরেকজন হাসিনাকে সেইফ এক্সিট দিছে। এখনো দুইজনকে সমানে সমান মনে হচ্ছে?
সেনাপ্রধান ৪/৫ আগস্টে জনগণের চাপে পড়ে রিয়ালেটি মাইনা নিছেন।। কিন্তু তার আগের সময়গুলোতে তার সেনাবাহিনী ও কিন্তু গুলি চালাইছিল। ইভেন ৫ই আগস্ট উনি হাসিনা ভারতে নিরাপদে পৌঁছানো তথ্য না পাওয়া পযন্ত ভাষণ দেননি। হাসিনা ভারতে পৌঁছেছে এটা সিওর হয়ে তারপর ভাষণ দিয়েছেন। এবং ওই মুহূর্তে তাকে সাংবাদিকরা হাসিনা পালানোর কথা বললে তিনি বলেন আমি জানিনা। আপনাদের কাছে শুনতেছি। আর ওনি রাঘব বোয়ালদের তার কাছে আশ্রয় দিয়ে পরবতীতে পালানোর সুযোগ করে দিছেন। ওনার বাহিনী ৫ তারিখ ও গুলি চালাইতো কিন্তু ওনি ঠিকই বুঝতে পেরেছিলেন যে গুলি চালিয়ে হয়ত আরো কয়টা লাশ পালানো যেত বাট হাসিনাকে রাখা যেত না। ওনি তাই কৌশলী ভুমিকা নিয়েছিলেন। ওইদিন সেনাবাহিনী গুলি চালাইলে তাদের অবস্হা ও পুলিশ/ র্যাব এর মতো হতো। দেশের জনগন আজীবনের জন্য তাদের ধিক্কার জানাইত যেমনটা পুলিশকে জানায়। আর ৫ তারিখ যে ওবি ভারতীয় সেনাপ্রধান এর সাথে সারাক্ষণ যোগাযোগ রেখেছিলেন এটাও আমরা জানি। সেনাপ্রধান ক্ষমতালোভী নয় এটা সত্য। বাট আয়নাঘর/ গোপন বন্দিশালা গুলো উনি উন্মোচন করলো না কেন। লুকাইলো কেন। আর এখন বলবে এগুলো ডিজিএফআইয়ে ছিল এসব সমপকে সেনাবাহিনী জানত না। এগুলো কি বিশ্বাস করতে হবে?
জেনারেল নুরুদ্দিন খান আমাদের নরসিংদী জেলার মনোহরদীর সন্তান।
জেনারেল ওয়াকার স্যার একজন অত্যন্ত সৎ,মেধাবী,যোগ্য এবং দেশপ্রেমিক। এরকম কিছু কর্মকর্তা দেশ প্রেমিক হলেই দেশের রূপ পরিবর্তন হয়ে যেত। কোন অপশক্তি এবং স্বৈরাশাসক এদেশে জন্ম নিত না।
Salute wakar uzzaman
Ha ha ha! This guy 'Waqar' was forced by the many junior officers to stop ceasefire. He'd no choice at that time. What he did: 1. He allowed all Indian soldiers to leave our country safely ( proved by airport video footage). 2. He was continuously communicating with Indian Army chief for the safe release of killer Hasina and her leaders. 3. He safe guarded many Awami league leaders and helped them to leave the country safely. 4. He hate Dr. Yunus, that's why he doesn't obey him. 5. Still he's trying to fulfil the Indian agenda and that's to have election quickly without reformation. 6. He's the one who authorized DGFI to torture the thousands of innocent people. 7. He implemented many unethical and illegal agendas of Fascist Hasina. 8. Still he's the active agent of India. And you guys are appreciating him? What are you smoking? Wow! you guys forgot everything just in six months? This is called Hypocrisy. Isn't?
সত্যিই সেদিন হাসিনার নির্দেশে ওয়াকার বাহিনি জনগণের বিপক্ষে দাড়িয়ে যায় কিনা তা নিয়ে অজস্র বাংলাদেশী বুকফাটা আতঙ্কে ছিল। এবং সেনাবাহিনী জনগণের বিপক্ষে দাড়িয়ে গেলে জনগণ কিভাবে তা প্রতিহত করবে তা কি মস্তিষ্কে ঘুরপাক খায়নি? সত্যিই স্যালুট দেশপ্রেমী এই বীরকে।
আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের দেশকে, এবং সকল মানুষকে সবধরনের সমস্যা থেকে রক্ষা করূন। সমস্ত বাহিনী ও সকল মানুষের জন্য সবাই দোয়া করি
বিশ টি বছর সতের কোটি মানুষ ছিল স্বৈরাচার হাসিনার আয়নাঘরে। মনুসবোধ এবং চিরস্থায়ী ক্ষমতা ধরে রাখার জন্য হাসিনাকে ছিল হিংস্র প্রাণী। কিন্তু এই হিংস্র প্রাণীর ছোবল থেকে দেশকে রক্ষা করেছে এই দুই বীর। এদের স্যালুট।
সত্যিকার অর্থে দুই বীর দেশের স্বার্থে নজিরবিহীন ও আদর্শভিত্তিক কাজ করেছেন । স্বৈরাচার হটাতে এদের ভূমিকা জনগন কোনদিন ভুলবে না এদেরকে বাংলাদেশের নোবেল পুরস্কার দেওয়া উচিত।
আত্বীয়তা প্রধান্য না দিয়ে ইতিহাসে নাম লেখানো ব্যাক্তিরা বীর ।
RESPECT.
I really salute our great and prestigious army officer from my bottom of Heart.
Definitely right decision
Respecte respecte RESPECTE
দুই সেনাপ্রধানকেই দেশের মানুষের কথা ভেবে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা দেশে মানুষের বিরুদ্ধে না গিয়ে রক্তপাত এড়িয়ে সুস্থ গণতন্ত্রের পথে দেশকে নিয়ে যাওয়ার জন্য যে দৃঢ় এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য আপনাদের সাধুবাদ জানাই।
জেনারেল ওয়াকার স্যার একজন অত্যন্ত সৎ,মেধাবী,যোগ্য এবং দেশপ্রেমিক। এরকম কিছু কর্মকর্তা দেশ প্রেমিক হলেই দেশের রূপ পরিবর্তন হয়ে যেত। কোন অপশক্তি এবং স্বৈরাশাসক এদেশে জন্ম নিত না।
এই দুই মহান নবীন অর প্রবীন জেনারেল আমাদের মহান ইতিহাসের গউরব্বজ্জল অংস হএ থাকবেন।গ
He is our national asset. We proud of him. He played an important role in revolution'24.
General Waqar শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্র-জনতার পাশে দাঁড়ান। শেখ হাসিনা তাকে বিরামহীনভাবে গুলি করারও নির্দেশ দিয়েছিলেন। কিন্তু জেনারেল ওয়াকার সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করতে সায় দেননি। এটা ছিল এক অভাবনীয় সিদ্ধান্ত।
বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনীর গণতন্ত্রের পক্ষে এ দৃঢ় অবস্থান চিরসমোজ্জ্বল হয়ে থাকবে। যে প্রত্যাশায়, অর্থাৎ গণতন্ত্রের মর্যাদা সমোন্নত করার প্রত্যাশা নিয়েই যেহেতু সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান করেছেন,,দেশের সবার উচিত সে প্রত্যাশার পক্ষে সম্মিলিতভাবে কাজ করা, এবং বিশ্ব দরবারে স্বদেশকে সমৃদ্ধরূপে তুলে ধরা।
এ দেশের জনগণ দেশ প্রেমিক দুই সেনা প্রধানের ভুমিকা চিরজীবন মনে রাখবে।
ধন্যবাদ! বাংলাদেশের ইতিহাসে তিনজন সেনাপ্রধান উজ্জ্বল হয়ে থাকবে! জিয়াউর রহমান, নুরুদ্দিন খান,ওয়াকারুজ্জমান!
They are great & respected person our Nation. Allah they Bless yours.
দুইজনকেই অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ!
গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে অনন্য ইতিহাস নির্মাণ করেন। দেশটা আমাদের সবার। Thank you, Sir.
নি:সসন্দে দুই জনই মহৎকর্ম সম্পাদন করেছেন √
বাংলাদেশের জনগণ ইতিহাসে তাদেরকে স্মরণ করবে।