ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

ঈদযাত্রা

অনলাইনে ট্রেনের টিকেট বিক্রি শুরু ২১শে মে থেকে

স্টাফ রিপোর্টার

(২২ ঘন্টা আগে) ৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

mzamin

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২১শে মে থেকে ৭ দিনের টিকেট বিক্রি করবে রেলওয়ে। ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত চলাচলকারী আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ফিরতি যাত্রায় রেলের অগ্রিম টিকিট বিক্রি হবে ৩০মে থেকে ৫ জুন পর্যন্ত। প্রাথমিকভাবে এসব সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। ৭ জুন সম্ভাব্য ঈদের দিন ধরে টিকিট বিক্রির এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রেলওয়ে জানিয়েছে, রেলের পূর্বাঞ্চলের ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টায়, চলবে বেলা ২টার আগ পর্যন্ত। বেলা ২টা থেকে পশ্চিমাঞ্চলের রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ সমূহের টিকিট বিক্রি শুরু হবে।

সূচি অনুসারে, ২১ মে বিক্রি করা হবে ৩১ মে চলাচলকারী ট্রেনের টিকিট। ১ জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে ২২ মে। একইভাবে ২৩ মে বিক্রি হবে ২ জুনের, ২৪ মে বিক্রি হবে ৩ জুনের, ২৫ মে বিক্রি হবে ৪ জুনের, ২৬ মে পাওয়া যাবে ৫ জুনের এবং শেষ দিন বিক্রি হবে ৬ জুনের অগ্রিম টিকিট।

রেল সূত্র জানায়, প্রাথমিকভাবে এসব সিদ্ধান্ত নেয়া হলেও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খানের উপস্থিতিতেআগামী সোমবার বিদ্যুৎ ভবনে ঈদযাত্রা নিয়ে আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।

এবারের ঈদুল আজহায় চট্টগ্রাম-চাঁদপুর, জয়দেবপুর-পার্বতীপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটগুলোতে এক জোড়া করে বিশেষ ট্রেন চলাচল করবে। ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল(৫-৬) চলাচল করবে। ময়মনসিংহ-কিশোরগঞ্জে চলবে শোলাকিয়া ঈদ স্পেশাল (৭-৮)। ২ জুন বিকেল ৫টায় কোরবানি পশু পরিবহনের জন্যে ক্যাটেল স্পেশাল-১ দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে। ৩ জুন আরেকটি স্পেশাল ট্রেন একই রুটে চলাচল করবে। আর ২ জুন বেলা ৩টা ৪০ মিনিটে ক্যাটেল স্পেশাল-২ ইসলামপুর বাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এছাড়াও, আগামী ২ জুন বিকেল ৫টায় কোরবানি পশু পরিবহনের জন্যে ক্যাটেল স্পেশাল-১ দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে। ৩ জুনও আরেকটি স্পেশাল ট্রেন এই রুটে চলাচল করবে। আর ২ জুন বেলা ৩টা ৪০ মিনিটে ক্যাটেল স্পেশাল-২ ইসলামপুর বাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

প্রসঙ্গত, এবার ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন ব্যক্তি একবারই কাটতে পারবেন এবং সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না। ঈদুল ফিতরের মতই ট্রেন চলাচলের দিন আসনের অতিরিক্ত ২৫ শতাংশ দাঁড়িয়ে ভ্রমণের (স্ট্যান্ডিং) টিকিট বিক্রি করা হবে।

 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status