অনলাইন
বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় পুলিশ
ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই ক্লোজড
স্টাফ রিপোর্টার
(৮ ঘন্টা আগে) ৯ মে ২০২৫, শুক্রবার, ১২:১৯ অপরাহ্ন

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ১২ বছর ধরে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় পুলিশি অভিযানের বিষয়ে দুঃখ প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ডিএমপি তাদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছে।
বার্তায় ডিএমপি জানিয়েছে, বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানার একটি দল সাব-ইন্সপেক্টর মো. আকরাম হোসেনের নেতৃত্বে মুলতুবি ওয়ারেন্ট তামিলের জন্য রাজধানীর তেজগাঁও থানাধীন শাহিনবাগ এলাকায় যায়। এক পর্যায়ে তারা নিখোঁজ বিএনপি নেতা মো. সাজেদুল ইসলাম সুমনের খোঁজে তার বাসায়ও যান। উক্ত দলের সদস্যরা সকলেই ঢাকা মেট্রোপলিটন পুলিশে নতুন যোগদানকৃত বিধায় তাদের কেউ জানতো না যে, এটা এক যুগের বেশি সময় ধরে নিখোঁজ বিএনপি নেতা মো. সাজেদুল ইসলাম সুমনের বাসা। নিখোঁজ বিএনপি নেতার সম্পর্কে তাদের পূর্ব ধারণা না থাকায় উক্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। ইতিমধ্যে সংশ্লিষ্ট সাব-ইন্সপেক্টরকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
ডিএমপি আরো জানায়, উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিক দুঃখ প্রকাশ করছে। পতিত ফ্যাসিবাদী সরকারের নির্যাতন ও নিপীড়নের শিকার প্রত্যেক ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি ডিএমপি সহমর্মিতা প্রকাশ করছে এবং তাদের নিরাপত্তায় ডিএমপি দৃঢ় প্রতিজ্ঞ।
পাঠকের মতামত
দেশের সম্পর্কে যাদের সামান্যতম সাধারণ জ্ঞান নাই, তারা কিভাবে পুলিশে চাকরি পায়?
বাহ্ রে বা কতই না যোগ্য দক্ষ চৌকষ বর্তমান পুলিশ! হাত তালি। এরা কি আসলেই পুলিশের চাকুরির যোগ্য?