অনলাইন
আইভী গ্রেপ্তার, কারাগারে পাঠানোর নির্দেশ
স্টার রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
(১০ ঘন্টা আগে) ৯ মে ২০২৫, শুক্রবার, ৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৪৯ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্য মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি বহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে পুলিশের একটি টিম চুনকা কুঠিরে প্রবেশ করে আইভীকে বের হতে বললে তিনি রাতের বেলা পুলিশের সঙ্গে যেতে অস্বীকৃতি জানান। এরপর সারারাত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে একটি টিম সেলিনা হায়াত আইভীর বাসায় অবস্থান করে।
এদিকে সাবেক মেয়র আইভীকে আটকের খবরে রাতভর বাড়ি ঘিরে শত শত এলাকাবাসী বিক্ষোভ করেন। এসময় তারা বালু ফেলে ও বাঁশ দিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করেন।
ভোর পৌনে ৬ টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বাধা দেয়ার চেষ্টা করলে সাবেক এই মেয়র তাদের শান্ত হতে বলেন।
এদিকে সকালে সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।