ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

রাজনীতি

দুলু

দেশে আবারো ১/১১-এর কুশিলবরা ষড়যন্ত্র শুরু করেছে

অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ৫:৫৭ অপরাহ্ন

mzamin

দেশে আবারো ১/১১-এর কুশিলবরা ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার বিকেলে নাটোর জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, এই কুশিলবরা সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চরিত্রে কালিমা লেপন করেছিল। একজন রাজনীতিবিদের জীবনের যখন সফলতার সময়, সুবর্ণ সময় সেই সময় তারেক রহমানের ওপরে নানা মিথ্যা দোষারোপ করে এরাই কালিমা লেপন করেছিল। এই কুশিলবদের ষড়যন্ত্রে ব্যারিস্টার আমিনুল হকের মতো ত্যাগী ও গুনি বিএনপি নেতা তাদের দেয়া কালিমা গায়ে নিয়ে মৃত্যুবরণ করেছে। বাংলাদেশের মাটিতে তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে। এদেশের মানুষ ছাত্র-জনতা যখন দুর্নীতিবাজ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সরকারকে ক্ষমতাচুত্য করে নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করছে তখন এই কুশিলবরা আবারো সক্রিয় হয়ে উঠেছে। রাজনীতিবিদদের চরিত্রে আবারো কালিমা লেপন করে তারা বিনাভোটের সরকারকে ক্ষমতায় রেখে সুবিধা নিতে চায়। 

তিনি আরো বলেন, এদেশের ছাত্র-জনতা হাজারো প্রাণের বিনিময়ে দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচুত্য করেছে। দেশের মানুষ নতুন করে দেশ গড়ার চেষ্টা শুরু করেছে, ভোটচোর মুক্ত পরিবেশে নিরপেক্ষ নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে তখনই আবার ১/১১এর কুশিলবরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।

দুলু বলেন, তিনি নিজেও অল্প বয়সে এমপি এবং মন্ত্রী হয়েছিলেন একই ভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবনের যে সোনালী সময়ে এ দেশের হাল ধরার করার কথা ছিল সেই সময় ১/১১এর কুশিলবরা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। ১/১১ এর কুশিলবরা তাকে রাজনীতি থেকে দূরে রাখতে চেয়েছিল। দেশে নতুন করে আবারো সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের মানুষকে এসব কুশিলবদের কর্মকাণ্ড সর্ম্পকে সজাগ থাকতে হবে। তাদের গতিবিধি লক্ষ রাখতে হবে। 

নাটোর উপশহর মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ। এ ছাড়াও বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান খান চৌধুরী ওরফে বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু ও সদর থানা বিএনপির আহবায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার প্রমুখ।   

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status