রাজনীতি
বুলু ও দুদুকে সতর্ক করল বিএনপি
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৫ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৩৪ অপরাহ্ন

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্ক করেছে বিএনপি। সম্প্রতি বিভিন্ন সভা, সেমিনার ও কর্মসূচিতে বরকত উল্লাহ বুলু এবং শামসুজ্জামান দুদু'র বক্তব্যের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার তাদেরকে সতর্ক করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় দপ্তরের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রটি জানায়, বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদু সম্প্রতি বিভিন্ন সভা, সেমিনার ও কর্মসূচিতে অংশগ্রহণ করে যেসব বক্তব্য দিয়েছেন, এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ কারণে দল থেকে তাদেরকে সতর্ক করা হয়েছে।
পাঠকের মতামত
বিএনপির সিনিয়র নেতাদের এহেন বক্তব্য ও আচরণ খুবই অগ্রহণযোগ্য। ফজু পাগলা, রুমিন ফারহানাসহ সবাই তো বিএনপিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বা যাচ্ছে। তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হোক। অন্যথায় দল থেকে বহিষ্কার করা সময়ের অপরিহার্য দাবি।
সতর্ক করাই যথেষ্ট নয়, এদেরকে দল থেকে বর্হিষ্কার করা হউক।
ভাবমূর্তি ক্ষুণ্ন হয় নাই, জ্যামিতিক হারে আপনাদের ভোট কমেছে
ভাবমূর্তি ক্ষুণ্ন হয় নাই, জ্যামিতিক হারে আপনাদের ভোট কমেছে
বিম্পির অবস্থা হচ্ছে, বাঁশের চেয়ে কঞ্চি মোটা
শুধু শতর্ক না কারণ দর্শানো নোটিশ দেওয়া উচিত। এদের মুখে চিল মারা উচিত।
Appreciated. Good decision.
বুলু দুদু আর সালাহউদ্দিন আহমেদকে সতর্ক করলে আর বাকি থাকলো কে? বাদবাকি গুলোকে আগেও সতর্ক করা হয়েছে।
বড দলের নেতা হলে কিভাবে কথা বলতে হয় সু্যুগ পেলে দেখিয়ে দিতাম, এ ভাবে কথা বললে জনসমথন কমে,
খুব ভালো সিদ্ধান্ত।
রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে অরাজনৈতিক ও শিষ্টাচার বহির্ভূত আচরণ জনগন পছন্দ করেনা। তাছাড়া বিরোধী পক্ষ সংশ্লিষ্ট দলের সমালোচনা করতঃ ক্ষতি করে নিজেদের ফায়দা হাসিলের চেষ্টা করে। যথাসময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য বিএনপির নেতৃত্বকে আন্তরিক ধন্যবাদ।
অভিনয় ও তেলবাজী/ চাঁদাবাজি বন্ধ না করলে দলের অনেক ক্ষতি হয়ে যাবে। নির্বাচন এ ১৯৯১ সালের মতো ফলাফল হতে পারে? (???)