রাজনীতি
বিএনপি-জামায়াতকে যমুনায় আমন্ত্রণ
স্টাফ রিপোর্টার
(১ দিন আগে) ২৪ মে ২০২৫, শনিবার, ৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

শনিবার বিএনপি ও জামায়াতে ইসলামীকে যমুনায় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার রাতে দল দুটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিএনপি আলোচনার বিষয়ে আজ সিদ্ধান্ত নেবে। কারণ আমন্ত্রণ পাওয়ার পর রাতে নেতারা নিজেদের মধ্যে আলোচনার সুযোগ পাননি।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি এবং রাত ৮টায় জামায়াতে ইসলামীকে বৈঠকের সময় দেয়া হয়েছে। তার আগে প্রধান উপদেষ্টা বৈঠক করতে পারেন উপদেষ্টাদের সঙ্গে।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য শুক্রবার রাতে মানবজমিনকে জানিয়েছেন, বিএনপির বৈঠকে যোগদানের বিষয়টি আলোচনা করে জানানো হবে।
চলমান পরিস্থিতিতে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বিএনপির তরফে গত চার দিন ধরে চেষ্টা করলেও সাড়া মিলেনি। মানবজমিন এ এই তথ্য প্রকাশের পর সংশ্লিষ্টরা নড়েচড়ে বসেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য জামায়াতে ইসলামীও সময় চেয়েছিল। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের জানিয়েছেন, চলমান বিষয় নিয়ে কথা বলতে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চান।
বৈঠকে প্রধান উপদেষ্টাকে একটি সর্বদলীয় বৈঠক ডাকার পরামর্শ দেবে জামায়াত।
পাঠকের মতামত
প্রধানউপদেস্ট তাঁর ভাষণে ও জাতিসংঘে দেয়া তাঁর ভাষণে বলেন এই ছাত্ররা তাঁর নিয়োগ কর্তা, মাহফুজ আলম ২৪শের মাস্টার মাইন্ড তখন বুঝাযায় সে কতটুকু নিরপেক্ষতা বজায় রাখতে পারবে। আজ কে এই কঠিন অবস্হার জন্য ছাত্রদের নতুন দল গঠন, তাদের সব জাস্টিস ও তাদের অনৈতিক কর্মকাণ্ড এবং কিছু উপদেস্টাদের ক্ষমতার লোভ ! ব্যাংকার ও একটা প্রতিষ্ঠানের প্রধান হওয়া আর একটা দেশের নেতৃত্বে'র প্রধান হওয়া অনেক পার্থক্য! এটাই তার বাস্তব প্রমান। দীর্ঘ ১১ মাস চলছে কিন্তু সংস্কার ও বিচারের মুলা ঝুলিয়ে শুধু কালক্ষেপণ!! আর জনগণ কলুর বলদ ওসারা যা বলছে তা'ই আমরা শুনছি আর গিলছি ???
মি. আকাশ রায়, জামায়াতের নিবন্ধন ও প্রতীক এবং দলের একজন শীর্ষ নেতার কারাদণ্ড ইস্যু নিয়ে জামায়াতের আন্দোলনের যৌক্তিকতা ও সামর্থ্য - দুটোই আছে। তবুও কি তা করছে?? সবকিছুতে জামায়াতের দোষ খুঁজে বের করার চেষ্টা করাটা মানসিক ব্যধিতে পরিনত হয়েছে।
আশির দশকে জন্ম নেওয়া আমার কাছে রাজনীতির ময়দানে জামায়াত ইসলামীকে একটি ব্যালেন্স রাজনৈতিক দল মনে হয়। দেশের সকল ক্রান্তিলগ্নে (২০২৪ এর জুলাইয়ে কোটি মানুষের প্রত্যাশিত পরিবর্তন সহ এখনো যে টানাপোরেন চলছে সকল জায়গায়)পজিটিভ ভূমিকা রেখে আসছে দলটি।
NCP'r date of birth koto?????? Tarai BNP'r sathe palla dei.
BNP & Tader Rajnoutik Jhot-k konoi alochonai jawa uchit hobe na.
Poribes nosto korche Jamat. NCP'r kadhe vor kore Jamat Jhamela sristi koreche.
এতো ভক্কর চক্কর না করে সব দলকে নিয়ে একটা ২১ জনের জাতীয় সরকার প্রতিষ্ঠা করুন যেখানে দেশের সবচেয়ে অভিজ্ঞ সর্বজনগৃহীত রাজনীতিবিদরা থাকবেন।
সবাই কে একত্রে বসার আহ্বান করছি কার মনের ভিতর কি আছে সবাই সরাসরি বললে দেশের মানুষ একটু সুস্থভাবে থাকতে পারতো
যে ব্যক্তিটা পুরা ভারত এবং কঠিন অপশক্তির সাথে সুন্দরভাবে খেলেছেন। সে খেলায় জিতেছেনও। তিনি এখনো জিতবেন, হারবেন না ইনশাআল্লাহ।
খলিলের বিষয় টা ভুলে যাইয়েন না।
দেশ রক্ষর্থে সর্বদলীয় বৈঠক করে জাতীয় সরকার গঠনের কোন বিকল্প নাই।
ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বিএনপির তরফে গত চার দিন ধরে চেষ্টা করলেও সাড়া মিলেনি। মানবজমিন এ এই তথ্য প্রকাশ সময়ের সাহসী সিদ্ধান্ত। প্রাসাদ ষড়যন্ত্রের বিরুদ্দে মানবজমিন এর সাহসী সাংবাদিকতা দেশের সংকট উত্তরণের পথ দেখাবে।
রাজনৈতিক বিশ্লেষক ও অসলো বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলো মোবাশ্বার হাসান বলেন, ‘মুহাম্মদ ইউনূস একজন চমৎকার ব্যাংকার হতে পারেন, প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও তিনি দারুণ হতে পারেন; কিন্তু তাঁর যে ঘাটতি রয়েছে, দিনের পর এটা স্পষ্ট হচ্ছে যে তাঁর দৃঢ় ও শক্তিশালী ব্যক্তিত্ব নেই।’ তার বদলে মুহাম্মদ ইউনূস তাঁর উপদেষ্টাদের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হতে পারেন বলে মনে করেন মোবাশ্বার হাসান।