ঢাকা, ২৫ মে ২০২৫, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

রাজনীতি

ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টি’র বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

(৪ দিন আগে) ২১ মে ২০২৫, বুধবার, ১১:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৫১ অপরাহ্ন

mzamin

চলমান রাজনৈতিক সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর শাখা।

বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে এই কর্মসূচি পালন করতে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। 
তারা বলেন, বর্তমান নির্বাচন কমিশন একটি পক্ষপাতদুষ্ট ও অবৈধ কমিশন, যা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের প্রণীত আইনে গঠিত।

দলটির নেতারা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের বর্তমান কাঠামো জনআস্থাহীন এবং গণতান্ত্রিক নির্বাচনের পথে প্রধান অন্তরায়। ফলে চলমান সংকটের সমাধানে সংস্কার কমিশনের প্রস্তাব বিবেচনায় নিয়ে বিদ্যমান আইন বাতিল করে নির্বাচন কমিশন পুনর্গঠনের বিকল্প নেই।

এনসিপি যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ বলেন, হাসিনার আমলে গঠিত নির্বাচন কমিশনের আইন বাতিল করতে হবে। প্রস্তাবিত নির্বাচন কমিশন পুনর্গঠনে এটা বাস্তবায়ন করতে হবে। মানুষ সেবা না পেলে সরকার ফাংশন করতে পারবে না। যার কারণে দ্রুত স্থানীয় নির্বাচন আয়োজন করতে হবে। যাতে মানুষকে সেবা পেতে ভোগান্তি পোহাতে না হয়।

এ বিষয়ে এনসিপির এক জরুরি বৈঠকে মঙ্গলবার রাতে সিদ্ধান্ত নিয়ে বুধবারের এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তা রক্ষায় কড়া অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। ভবনের সামনের রাস্তায় দেয়া হয়েছে কাঁটাতারের ব্যারিকেড।

পাঠকের মতামত

OHH ! WHAT A BIG PARTY.

MUHAMMAD
২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ১২:৫৭ অপরাহ্ন

No way .

Fazle Ahmed
২১ মে ২০২৫, বুধবার, ১২:৫৭ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status