রাজনীতি
অন্তর্বর্তী সরকারের পদত্যাগ সংকটের সমাধান নয়: সাইফুল হক
স্টাফ রিপোর্টার
(২ দিন আগে) ২৩ মে ২০২৫, শুক্রবার, ৮:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৮ অপরাহ্ন

সরকার প্রধানসহ অন্তর্বর্তী সরকারের পদত্যাগ বিদ্যমান সংকটের সমাধান নয় বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী সভায় সভাপতির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
সাইফুল হক বলেন, সেসব কারণে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হয়ে পড়েছে, সরকার উচিৎ হবে সেসব ইস্যু থেকে বেরিয়ে আসা। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হওয়ার কারণেই ক্রমান্বয়ে সংকট ঘনীভূত হয়ে উঠছে। বিদ্যমান সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারকে তাদের দলনিরপেক্ষ বৈশিষ্ট নিশ্চিত করতে হবে। যেসব উপদেষ্টার কারণে সরকার বিতর্কিত হয়ে পড়েছে, সরকারের উচিৎ হবে অনতিবিলম্বে তাদেরকে অব্যাহতি দেয়া।
তিনি বলেন, নানা বিতর্কিত বিষয়ে ঝুঁকে পড়ে সরকার অন্যায্যভাবে রাজনৈতিক দলসমূহকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। রাজনৈতিক দলসমূহকে অপ্রয়োজনীয়ভাবে প্রতিপক্ষ না বানাতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অপরাধের বিচার ও সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলসমূহের জনগণের কাছে অঙ্গীকার রয়েছে। সরকারের কাজ হচ্ছে রাজনৈতিক দলসমূহের এই সহযোগিতাকে উপযুক্তভাবে কাজে লাগানো।
সাইফুল হক বলেন, রাখাইনে কথিত মানবিক করিডর নিয়ে সরকারের মধ্যকার পরস্পরবিরোধী অবস্থানও সরকারকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বক্তব্যও নতুন বিভ্রান্তির জন্ম দিয়েছে। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশি কোন কোম্পানিকে লীজ দেয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী ও অদূরদর্শী। দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ কোন সরকার আমাদের প্রধান সমুদ্র বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে পারে না। তাছাড়া অন্তর্বর্তী সরকারের এতবড় জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এককভাবে সিদ্ধান্ত নেয়ারও কোন এখতিয়ার নেই।
পাঠকের মতামত
যে সমস্যা সৃষ্টি করে তাকে পদত্যাগ করতে হয়। গণতন্ত্রের অন্যতম একটি প্রধান ধারা।