অনলাইন
ইন্টারনেটের দাম কমছে
স্টাফ রিপোর্টার
(৪ সপ্তাহ আগে) ২৩ মার্চ ২০২৫, রবিবার, ৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৩৬ অপরাহ্ন

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। এর ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সার্ভিস দুই ক্ষেত্রেই কোম্পানিগুলোর খরচ কমে আসবে।
শনিবার কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে প্রধান উপদেষ্টা, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ইন্টারনেটের দাম কমানোর জন্য সরকার কাজ করছে, যাতে মানুষ সাশ্রয়ে ইন্টারনেট পায়। পাইকারি পর্যায়ে মূল্য কমানো সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের মধ্যে একটি। এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে সব ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমে যাবে। এছাড়া, ব্যাকবোন পর্যায়ে মোবাইল কোম্পানিগুলোকে ডিডাব্লিউডিএম (উডউগ) সুবিধা দেয়া হবে, যার ফলে টেলিকম কোম্পানিগুলোর ট্রান্সমিশন খরচ ৩৯ শতাংশ কমে যাবে।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ইতিমধ্যে টেলিকম অপারেটরদের সঙ্গে আলোচনা হয়েছে। অপারেটররা ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের দাম ১০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনবে বলে আশা করা যাচ্ছে।
তিনি যোগ করেন, আগামী বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ তৃতীয় সাবমেরিন ক্যাবল সিমিউই-৬ এর সঙ্গে যুক্ত হবে।
পাঠকের মতামত
মোবাইল কোম্পানি সব অপারেটররা ডাটার দাম অস্বাভাবিক ভাবে বাড়িয়েছে ঈদের সপ্তাহ থেকে। বিটিআরসি'র দৃষ্টি আকর্ষণ করছি যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য।
ডাটা (ইন্টারনেট) এসএমএস টাকার মেয়াদ আনলিমিটেড করা হোক । এবং মোবাইল কোম্পানির সকল প্রকার প্রতারণা বন্ধ করা হোক ।
মোবাইলের কলরেট কমানো প্রয়োজন ।
সকল ডাটা (ইন্টারনেট), মিনিট, এসএমএস এবং টাকার মেয়াদ আনলিমিটেড করা হোক।
সকল ডাটা (ইন্টারনেট), মিনিট, এসএমএস এবং টাকার মেয়াদ আনলিমিটেড করা হোক। ব্যবহার শেষে মানুষ এমনিতেই রিচার্জ করবেন। মোবাইল কোম্পানির প্রতারণা বন্ধ করা হোক।
মোবাইল কোম্পানির প্রতারণা বন্ধ করা হোক
কত ভয়ঙ্কর সিন্ডিকেটের ভয়ঙ্কর সিন্ডিকেটের কবলে বাংলাদেশের মানুষগুলো ছিল তার প্রমাণ এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে।
সবকিছুর দাম কমছে আর কমছে। কি মজা। আলহামদুলিল্লাহ, মার্চ মাসের পেনশন ও আজ ব্যাংক হিসাবে জমা হয়েছে। ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস।