বিনোদন
গুঞ্জন উড়িয়ে দিলেন কারিনা
বিনোদন ডেস্ক
২৯ মার্চ ২০২৫, শনিবার
সাইফ আলী খান আর কারিনা কাপুর খানের সম্পর্ক ইদানীং চর্চায় রয়েছে। সাইফের ওপর হওয়া হামলাই এর অন্যতম কারণ। সাইফের ওপর যখন হামলা হয়েছিল, তখন কারিনা সেখানে ছিলেন না। মাত্র ছয় বছরের ছেলে তৈমুর আর অভিনেতার বন্ধু কেন তাকে হাসপাতালে ভর্তি করাতে নিয়ে গিয়েছিল- এসব প্রশ্নের প্রায়ই মুখোমুখি হয়েছেন কারিনা। এমনকি সাইফ-কারিনার বিচ্ছেদ নিয়েও গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন অভিনেত্রী। গুঞ্জন উড়িয়ে কারিনা বলেন, আমাদের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো নয়। তার থেকেও গভীর। আমরা একে-অপরের ওপর নির্ভর করি। যথেষ্ট শ্রদ্ধা, সম্মান রয়েছে আমাদের মধ্যে। কারিনা এই পারষ্পরিক নির্ভরতাকে শুধুই স্বামী-স্ত্রীর সম্পর্কে আবদ্ধ করে রাখতে চান না। তার মতে, খুব ক্লান্ত হয়ে কোথাও থেকে ফেরার পর এক কাপ কফি বা ওয়াইনের গ্লাস হাতে নিয়ে বসার সময় শুধুই সাইফকে খুঁজি। ও পাশে থাকলেই যথেষ্ট। ফোন করে বাইরে থেকে কোনো বন্ধুকে ডাকার প্রয়োজন পড়ে না। সাইফ এতটাই পরিপূর্ণ করে রাখতে জানে। কারিনার দাবি, এই নির্ভরতা নষ্ট হওয়ার নয়। সেই বিশ্বাস তার আছে।