বিনোদন
ভাড়া বাড়িতে শাহরুখ-গৌরী
বিনোদন ডেস্ক
৪ এপ্রিল ২০২৫, শুক্রবার
শাহরুখ খানের স্বপ্নের ইমারত ‘মান্নাত’। সেই সাধের বাংলো ছেড়ে সম্প্রতি সপরিবারে অন্যত্র ভাড়া বাড়িতে চলে গেছেন কিং খান। এবার এমন পরিস্থিতির মাঝেই নিজের ফ্ল্যাট বিক্রি করে চর্চার শিরোনামে গৌরী খান। জানা গেছে, স্ত্রী-সন্তান নিয়ে মুম্বইয়ের খার এলাকার পশ্চিমে পালি হিলসের এক বাংলোয় ভাড়া থাকছেন সপরিবারে, যেখানে প্রতিমাসে ১১.৫৪ লাখ টাকা ভাড়া দিতে হয়।