বিনোদন
নেহা’র স্বপ্ন পূরণ
স্টাফ রিপোর্টার
৪ এপ্রিল ২০২৫, শুক্রবার.webp)
নাটক এবং ওটিটি কনটেন্টে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী নিদ্রা দে নেহা। এবার তরুণী এই অভিনেত্রীকে দেখা যাবে শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’ এ। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী কোরবানির ঈদে। জানা যায়, নেহাকে অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে এই সিনেমায়। বর্তমানে এই সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। অভিনেত্রী বলেন, একেবারে শুটিং শুরুর আগ মুহূর্তে চূড়ান্ত হয়েছি। শাকিব খানের মতো বড় মাপের তারকার সঙ্গে একই ফ্রেমে কাজ করছি। এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। তার সঙ্গে কাজের স্বপ্ন ছিল, তা পূরণ হচ্ছে। তা ছাড়া আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করার। ‘তাণ্ডব’র মাধ্যমে সেই স্বপ্নও পূরণ হচ্ছে। সিনেমার শুটিং অভিজ্ঞতা নিয়ে তিনি জানান, মাত্র শুটিং শুরু হয়েছে। প্রথমবার এত বড় আয়োজনের সিনেমায় কাজ করছি। তাই খুবই টেনশনে ছিলাম। আমার চরিত্রটি পুরোপুরি অ্যাকশনধর্মী। অনেক প্রস্তুতির ব্যাপার রয়েছে, সেগুলো নিয়েই
কাজ করছি।