ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

‘নো ওয়ার্ক-নো স্কুল’ কর্মসূচির সমর্থনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ৭ এপ্রিল ২০২৫, সোমবার, ৮:৪০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৩২ অপরাহ্ন

mzamin

অবিলম্বে গাজায় নারী-শিশু হত্যাসহ ন্যাক্কারজনক হামলা বন্ধ করতে এবং ফিলিস্তিনের জনগণের উপর ইসরাইলের গণহত্যার প্রতিবাদ করে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা। বিকাল ৫টায় হোটেল কন্টিনেনেন্টালের সামনে থেকে এ বিক্ষোভ শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এসময় ফিলিস্তিনের ওপর দখলদার ইসরায়েলের নির্মম হামলার প্রতিবাদ ও গাজাবাসীর ডাকা হরতালের সমর্থনে নানা  ধরনের স্লোগান দেয়া হয়।  

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গাজায় নিরীহ শিশু, নারী এবং সাধারণ মানুষের ওপর নৃশংসতা চালানো হচ্ছে। বর্বর এই হামলায় পাখির মতো মানুষ মারছে দখলদার ইসরাইল। কিন্তু জাতিসংঘসহ বিশ্ব মোড়লরা এ নিয়ে কোনো প্রতিবাদ করছে না। আমরা এই মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে এখনই সময় বিশ্বের মুসলিম সম্প্রদায়কে এক হয়ে ফিলিস্তিন স্বাধীন করার। অন্যথায় ভূলুণ্ঠিত হবে বিশ্ব মানবতা।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা সোহেল মিঞার নেতৃত্বে এ প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা জাহিদ হাসান, সহায়তা সেলের প্রধান মাহফুজুর রহমান, ভেরিফিকেশন সেলের প্রধান হারুন আর রশিদ, সাবরিনা আফরোজ সেবন্তি, শামীম আহম্মেদ সহ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা।

 

 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status