অনলাইন
বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ২৬ মার্চ ২০২৫, বুধবার, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২৬ অপরাহ্ন

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক ও বিশিষ্টজনরা অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও অংশ নেন। ইফতারের পর অনুষ্ঠানস্থলে অস্থায়ী শেডে মাগরিবের নামাজ আদায় করেন অতিথিরা। মাগরিবের জামাতে ইমামতি করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। সেখানে ধারণ করা ছবিতে দেখা যায় প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ইমামের পিছনে চেয়ারে বসে নামাজ আদায় করছেন।
পাঠকের মতামত
Alhamdulillah
Alhamdullilah. We want all officer in charge of all police stations should be able to perform this Imamati. May Allah shower his blessings to all of us.
এমন লোকই রাষ্ট্রের যে কোন বিভাগের প্রধান হওয়ার যোগ্য এমন কি সর্বোচ্চ পদেও।
১/৩৫২। আবূ মাসঊদ উক্ববাহ ইবনু ’আমর বাদরী আনসারী রাদিয়াল্লাহু ’আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’জামাআতের ইমামতি ঐ ব্যক্তি করবে, যে তাদের মধ্যে সবচেয়ে ভাল কুরআন পড়তে জানে। যদি তারা পড়াতে সমান হয়, তাহলে তাদের মধ্যে যে সুন্নাহ (হাদীস) বেশী জানে সে (ইমামতি করবে)। অতঃপর তারা যদি সুন্নাহতে সমান হয়, তাহলে তাদের মধ্যে সর্বাগ্রে হিজরতকারী। যদি হিজরতে সমান হয়, তাহলে তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ (ইমামতি করবে)। আর কোনো ব্যক্তি যেন কোনো ব্যক্তির নেতৃত্বস্থলে ইমামতি না করে এবং গৃহে তার বিশেষ আসনে তার বিনা অনুমতিতে না বসে।’’ (মুসলিম)
ইসলামের নির্দেশনা ঠিক এরকমই, প্রতিষ্ঠানের প্রধান নামাজের ঈমাম হবেন, আলহামদুলিল্লাহ, সঠিক পথে বাংলাদেশ।
VERY BEAUTIFUL
Alhamdulilla, Beautiful
মা-শা আল্লাহ, আলহামদুলিল্লাহ !!!
আমরা এমন দেশনেতাই আশাকরি।
Alhamdulillah
মাশাল্লাহ! রাষ্ট্রের দায়িত্বশীল পদে নিয়োজিত ব্যক্তিবর্গ শুধুমাত্র কোন ব্যক্তি নন, তারা এক একটি প্রতিষ্ঠান বা ইন্সটিটিউসান। তাদের কাছে জনগনের অনেক চাওয়া। সকল প্রকার লোভ, প্ররোচনা, হিংসা, বিদ্বেষ, ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ ইত্যাদির উর্ধে উঠে দেশের সার্বিক মঙ্গল ও জনগনের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে ধৈর্য ও সহনশীলতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করে যাবে এটিই সকলের প্রত্যাশা। আবার আমরা শুধুমাত্র দেশের নাগরিক নই, বরং বৃহত্তর অর্থে একটি দেশের এক একজন সদস্য। তাই, আমাদেরকেও নিজ নিজ ক্ষেত্র থেকে দায়িত্বশীল আচরণ ও ভূমিকা পালন করে যেতে হবে বলে মনে করি।
ভাল কাজ
এটি অবশ্যই খুব ভালো সংবাদ যে আমাদের সেনাপ্রধান ইমামতি করার যোগ্যতাসম্পন্ন ব্যাক্তি, নেতৃত্বস্থানীয় সকল মুসলিমের এই যোগ্যতা থাকা উচিৎ, এই খবর জনগন জেনে খুব খুশীই হবে, ধন্যবাদ সেনাপ্রধানকে তার এই যোগ্যতা জানানোর জন্য।
আলহামদুলিল্লাহ, চমৎকার খুবই ভালো লাগলো। ২৩ বছর আগের সৌদি আরব জুবাইল এরিয়াতে জুম্মার নামাজ এর ইমাম আসতে না পারায় সেখানে এই রকম বড় সামরিক অফিসার খুদবা সহ নামাজ পড়িয়েছিল, আমার খুবই ভালো লেগেছিলো, আজকে ও খুবই ভালো লাগলো কারণ ইমামতি করাটা খুবই সাহস এর ব্যাপার। আমি দোয়া করি সেনা প্রধান যে ভাবে ইমামতি করেছে, আল্লাহ তার সমস্ত কাজে সহযোগিতা করেন। আমি মনে করি এই রকম অফিসার প্রতিটি অফিসে/বাড়িতে একদিন তৈরী হবে। আবার ও সেনাপ্রধান কে অভিনন্দন ও ছালাম।
Masha Allah. Excellent
ভাল লাগলো।
আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ । এমন যদি সকল প্রতিষ্ঠান প্রধান সহ সরকার প্রধান ও রাষ্ট্র প্রধান হতো কতই না সৌভাগ্য বান জাতিতে আমরা পরিনত হতাম । মহান আল্লাহ যেন কবুল করেন আমিন ।