ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ভাংচুরকারীদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ৭ এপ্রিল ২০২৫, সোমবার, ১১:৩৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

mzamin

সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সোমবার তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।

তিনি জানান, আইজিপি বলেছেন, আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে। তাদের শনাক্ত করা হচ্ছে এবং অতি দ্রুত গ্রেপ্তা করা হবে। পুলিশ টিম এরই মধ্যে কাজ শুরু করেছে। তিনি আরও বলেন, সরকার কোনো আইনসম্মত প্রতিবাদে বাধা দেয় না। তবে প্রতিবাদের নামে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

শফিকুল আলম আরও জানান, এ ঘটনায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, যখন আমরা বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে উপস্থাপন করতে একটি সামিট আয়োজন করেছি, তখন দেশের অভ্যন্তরে এমন ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী হওয়া অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ছিল স্থানীয় উদ্যোক্তাদের, আবার কিছু বিদেশি বিনিয়োগকারীর, যারা বাংলাদেশের প্রতি আস্থা রেখে এখানে বিনিয়োগ করেছিলেন। এসব প্রতিষ্ঠান আমাদের যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিল। যারা এই বর্বর ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছে, তারা প্রকৃতপক্ষে কর্মসংস্থান, অর্থনৈতিক অগ্রগতি ও স্থিতিশীলতার শত্রু।

পাঠকের মতামত

সিলেটে যে হামলা হয়েছে কেফসি মধ্যে এটা তো সিলেট শহরের একটা প্রতিষ্ঠান এটা তো ইসরাইলের না, প্রতিবাদ করতে পারেন বন্ধ করার জন্য জেলা প্রশাসকের প্রতি বরাবর অনুরোধ করতে পারেন. প্রতিবাদ করার অধিকার আছে রাস্তার পাশে দাঁড়িয়ে কিন্তু আপনি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করবেন এটা কি কোন আইনসম্মত আইন-শৃঙ্খলা বাহিনী কি করছিল ওদেরকে সাথে সাথে কেন গ্রেপ্তার করে নাই ঈদ উপলক্ষে সিলেট অনেক পর্যটক আসছে ঘুরতে, শান্তিতে একটু ঘুরবে এর মধ্যে ওশান্তি করা ঠিকনা, সিলেট বর্তমান যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন তারা খুব তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা নেন কারণ এখনো পর্যট আসছে ফ্যামিলি নিয়ে ঘুরতে

kamal
৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৮:১৩ অপরাহ্ন

অবশ্যই এরা অপরাধী ।এরপর stupet .ইসলাম এই অনুমতি দেয়নি কারো ক্ষতি করতে।

MASUM AHMED
৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৫:১২ অপরাহ্ন

বর্জন সমর্থন করি কিন্তু ধর্ষন নয়। হামলা ও ভাঙচুর ধর্ষনের শামিল, কঠোর বিচার হোক।

জিয়া
৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১১:০৬ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status