অনলাইন
যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা আসছে
মিজানুর রহমান
(১ সপ্তাহ আগে) ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৭:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ঢাকা সফরে আসছে। হাই প্রোফাইল ওই সফর সংক্রান্ত নোট ভারবাল সোমবার বিকেলে সেগুনবাগিচায় পৌঁছেছে। মার্কিন দূতাবাসের নোট ভারবাল মতে, দক্ষিণ ও মধ্য এশিয়া দেখভালের দায়িত্বপ্রাপ্ত স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক ওই টিমের নেতৃত্ব দিবেন। ৩ সদস্যের ওই টিমে স্টেট ডিপার্টমেন্টের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগর দেখভালের দায়িত্বপ্রাপ্ত অ্যান্ড্রু হেরাপের সঙ্গে রয়েছেন মিয়ানমারে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স সুসান স্টিভেনসন। গত মাসের শেষার্ধে চীন সফর করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার ১৫ বছরের কতৃত্ববাদী শাসনের ইতি ঘটার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের ৮ মাসের মাথায় প্রথম দ্বিপক্ষীয় সফরে বেইজিং যান ড. ইউনূস। হাসিনা সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি আর রাজনৈতিক সংস্কারে পূর্ণ মনোযোগী বাংলাদেশের আপৎকাল সরকারের প্রধান উপদেষ্টার চীন সফরে 'সফল' মর্মে রিপোর্ট করেছে বিবিসি, রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। তারা বাংলাদেশ-চীন সম্পর্ক 'নতুন উচ্চতায়' নিয়ে যাওয়ার পারস্পরিক অঙ্গীকারকে ফোকাস করেছে। এই সফরে মিয়ানমার পরিস্থিতি এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। সেই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত সংস্কার কর্মসূচির ভুয়সী প্রশংসা করেছেন। বিবিসি বলছে, আগামী দিনে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তথা বোঝাপড়া কেমন হবে সেটির স্পষ্ট ইঙ্গিত মিলেছে উপদেষ্টার সফরে। বেইজিং থেকে ফিরে প্রধান উপদেষ্টা বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর উন্নয়নে গঠিত জোট বিমসটেক এর শীর্ষ সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ড যান। ব্যাংককে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেন। বিমসটেক সম্মেলনের সাইড লাইনে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান এবং মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ইউ থান শিউ'র মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠকে বাছাইকৃত ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরাতে সম্মত হয় মিয়ানমার। কিন্তু কিভাবে তাদের ফেরানো হবে তার কোনো রূপরেখা এখনো প্রকাশিত হয়নি। মার্কিন প্রতিনিধি দলের ঢাকা সফরের আচমকা সিদ্ধান্ত এবং সেই টিমে ইয়াঙ্গুনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের অন্তর্ভুক্তির প্রেক্ষিতে ওয়াকিবহাল মহলের ধারণা চীন ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের 'রসায়ন' বুঝতে হয়তো ঢাকা আসছে মার্কিন টিম। বিশেষত চীনের প্রতি বাংলাদেশ কতটা ঝুকছে?
অগ্নিগর্ভ মিয়ানমারে কিভাবে রোহিঙ্গাদের পাঠানো হবে? চীন এবং মিয়ানমার সরকারের সঙ্গে এ নিয়ে কি কথা হয়েছে বাংলাদেশের? তা মার্কিন প্রতিনিধিরা জানা-বোঝার চেষ্টা করতে পারেন। সরকারের সংস্কার কর্মসূচী এবং পরবর্তী নির্বাচনের রোডম্যাপ নিয়েও তাদের আগ্রহ রয়েছে। একাধিক দায়িত্বশীল কূটনৈতিক সূত্র রাতে মানবজমিনকে জানিয়েছে- প্রস্তাবিত সূচীতে হেরফের না হলে আগামী ১৫ এপ্রিল ঢাকা পৌছাবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। আর ১৬ই এপ্রিল আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগর বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হেরাপ এবং মিয়ানমারে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন। জানুয়ারিতে দায়িত্ব নেয়া প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সরকারের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের এটাই হবে প্রথম বাংলাদেশ সফর। সফরকালে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আগ্রহ ব্যক্ত করেছেন। বিএনপি, জামায়াতসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে তাদের মত বিনিময়ের পরিকল্পনার কথা জানতে পেরেছে মানবজমিন।