ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান না দিতে যুক্তরাষ্ট্রের দরজায় নেতানিয়াহু

মানবজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৫:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

mzamin

তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি বন্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে তদবির করছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিরিয়াতে আঙ্কারার ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে এই তৎপরতা শুরু করেছেন তিনি। বিষয়টি সম্পর্কে জানে এমন একাধিক সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে মিডেল ইস্ট আই। পশ্চিমা দুই কর্মকর্তা জানিয়েছেন, মার্চ এবং এপ্রিলে রুবিওর কাছে এফ-৩৫ এর বিষয়টি উত্থাপন করেন নেতানিয়াহু। বিষয়টির সঙ্গে পরিচিত তৃতীয় আরেক সূত্র নিশ্চিত করেছে যে, ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির জন্যও রুবিওকে চাপ দিয়েছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহু ব্যক্তিগতভাবে বলেছেন তিনি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিরুদ্ধে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে চাপ দেবেন। তবে এখনো ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেননি বলে জানিয়েছে সূত্রটি। 

সোমবার ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সে বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি। গত বছরের ডিসেম্বরে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর দেশটিতে প্রভাব বৃদ্ধি নিয়ে কৌশলগত অবস্থানে রয়েছে তুরস্ক ও ইসরাইল। বলা হচ্ছে, আসাদ সরকার পতনে নেতৃত্ব দেয়া বিদ্রোহীদের সরাসরি সহায়তা দিয়েছে আঙ্কারা। এদিকে আসাদ পালিয়ে যাওয়ার পর থেকে সিরিয়াতে আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠেছে তেল আবিব। ফলত দুই দেশের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। গত সপ্তাহে সিরিয়ার গুরুত্বপূর্ণ তিনটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরাইল। যার মধ্যে রয়েছে সিরিয়ার তিয়াস বিমান ঘাঁটি, এটি টি-৪ নামেও পরিচিত। সিরিয়ার নতুন সরকারের কাছে অস্ত্র হস্তান্তরের আগে সেখানে আধিপত্যের সুযোগ নিতে এসব হামলা করা হয়েছে বলে মত বিশ্লেষকদের। 

গণমাধ্যমটি এর আগে তার এক প্রতিবেদনে প্রকাশ করেছিল যে, টি-৪ বিমান ঘাঁটিতে হিসার-টাইপ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে তুরস্ক। সিরিয়ার বিমান ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ প্রতিরক্ষা চুক্তির অংশ। যা নিয়ে গত ডিসেম্বর থেকে দামেস্কের সঙ্গে আলোচনা চালাচ্ছে আঙ্কারা। চুক্তিতে তুরস্ক সিরিয়ার নতুন সরকারকে আকাশ প্রতিরক্ষা এবং সামরিক সুরক্ষা প্রদানের প্রস্তাব দিয়েছে। যেহেতু বর্তমানে সিরিয়ার কার্যকর  কোনো সামরিক বাহিনী নেই। পশ্চিমা কর্মকর্তারা গণমাধ্যমটিকে নিশ্চিত করেছে যে, তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করা থেকে বিরত রাখতে মার্কো রুবিওকে শক্তিশালী মিত্র হিসেবে দেখছে ইসরাইল। 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status