ঢাকা, ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

দুবাইয়ে পার্টির কথা বলে মডেলকে আসলে কোথায় নিয়েছিলেন দুই পুরুষ

মানবজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২২ মার্চ ২০২৫, শনিবার, ৯:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

mzamin

দুবাইয়ে রহস্যজনকভাবে মারাত্মক আহত হয়েছেন ইউক্রেনের মডেল মারিয়া কোভালচুক (২০)। তিনি এখন জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। তিনটি  অপারেশন করা হয়েছে তার। আরও  একটি  অপারেশন করা হবে। নিখোঁজ হওয়ার দশ দিন পর কেন তাকে রাস্তায় পাওয়া যাবে, তা নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছে। মডেলিং এজেন্সির দু’জন পুরুষ তাকে পার্টিতে নেয়ার কথা বলে সঙ্গে নিয়ে যান। তারপর থেকে পরস্পর বিরোধী তথ্য মিলছে। আসলে ওই দু’জন পুরুষ তাকে কোথায় নিয়ে গিয়েছিল? তাকে কি দুবাইয়ের কোনো রঙমহলে নিয়ে গিয়েছিল তারা। নাকি তাকে ব্যবহার করার জন্য কোনো নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়েছিল। সেখানে তাকে ব্যবহার করার পর রাস্তায় ফেলে গেছে! এসব প্রশ্নের কোনো উত্তর মিলছে না। 

তাকে দুবাইয়ের একটি সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। কিন্তু পুলিশ যখন দাবি করছে যে, তিনি এক হোটেলের পার্টিতে গিয়েছিলেন গত ৯ই মার্চ। ওই হোটেলের অনেক উঁচু থেকে তিনি পড়ে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন। ৯ই মার্চের ওই ঘটনার পর বেশ কতদিন কেটে যাওয়ার পর উদ্ধার করা হয়েছে মারিয়াকে। তাহলে পুলিশের মন্তব্যে প্রশ্ন এসে যায় যে, ৯ই মার্চ রাতে যদি হোটেল থেকে তিনি পড়ে থাকেন তাহলে এতদিন কোথায় ছিলেন তিনি!

কর্মকর্তারা বলছেন, এরই মধ্যে তদন্ত হয়েছে। তাতে দেখা গেছে তিনি গুরুতর আহত হয়েছিলেন। তবে তা প্রাণহানিকর ছিল না। প্রবেশে বিধিনিষেধ আছে  এমন একটি নির্মাণ প্রতিষ্ঠানে একা প্রবেশ করেছিলেন তিনি। জানা নেই এমন এক উচ্চতা থেকে তিনি পড়ে গিয়েছিলেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এখনও তার অবস্থা আশঙ্কাজনক। কথা বলতে পারছেন না। তার সঙ্গে যোগ দিয়েছেন পরিবারের সদস্যরা।

 ওদিকে ইউক্রেনের বেশ কিছু মিডিয়া বলছে, মডেলিং ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট দু’জন পুরুষ প্রতিনিধির সঙ্গে তিনি একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। মারিয়া তার মা আন্না’কে বলেছিলেন, ওই প্রতিনিধিদের সঙ্গে তিনি রাত অতিবাহিত করবেন। এই বলে বিদায় নেয়ার পর তিনি নিখোঁজ হয়ে যান।

অন্যদিকে থাইল্যান্ডে যাওয়ার জন্য একটি ফ্লাইটের টিকিট কেটেছিলেন তিনি। ওই ফ্লাইটটি ১১ই মার্চ দুবাই ছাড়ে। কিন্তু মারিয়াকে সেদিন বিমানবন্দরে দেখা যায়নি।  এখনও এসব নিয়ে তদন্ত চলছে। তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে পুলিশ। 

ওদিকে ফ্লাইট মিস করার পর মারিয়ার মা আন্না ও বন্ধুরা দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। স্থানীয় কর্তৃপক্ষ মারিয়াকে খোঁজা শুরু করে। শুরু হয় তদন্ত। কিন্তু বেশ কতদিন তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার দশ দিন পর ১৯শে মার্চ মারিয়াকে একটি রাস্তার পাশে ফেলে রাখা অবস্থায় দেখা যায়। এ সময় তার হাতপা ও মেরুদণ্ড ভাঙা অবস্থায় পাওয়া যায়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তার মা আন্না বলেন, মারিয়াকে বাঁচানোর জন্য তিনটি অপারেশন করা হয়েছে। আরও একটি অপারেশন করার কথা রয়েছে।

 তবে তদন্তকারীরা বলেছেন, মারিয়া উপর থেকে পড়ে আহত হয়েছেন। তিনি শঙ্কামুক্ত। দুবাই পুলিশ নিশ্চিত করে বলেছে, ইউক্রেনের একজন নাগরিক নিখোঁজ হয়েছিলেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার মা আন্না বলেছেন, মারিয়া পার্টিতে গিয়েছিল বলে ধরে নেয়া যায়। কিন্তু ওই পার্টির যারা আয়োজক, প্রোমোটার তাদের কেউ তাকে দেখতে যাননি। 
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status