ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

দেশকেই ডুবিয়ে দিচ্ছেন নেতানিয়াহু, পালিয়ে যাবেন মিয়ামি

নেহেমিয়া স্ট্র্যাসলার

(৪ দিন আগে) ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার, ১:৫৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৪৮ অপরাহ্ন

mzamin

বিদেশ সফরে মাত্র দশদিন কাটিয়েই কেউ যদি ফিরে এসে দেখে- তার দেশ পাগলের রাজত্বে পরিণত হয়েছে- তাহলে সেটা নিছক অতিশয়োক্তি নয়। ইসরাইলের বর্তমান অবস্থা ঠিক তেমনই। প্রতি রাতেই খবর খুলে দেখা যায়, একদিনে যা ঘটছে, অন্য কোনো স্বাভাবিক দেশে তা এক বছরের জন্য যথেষ্ট। প্রচলিত যুক্তি হলো স্থিতিশীল রাষ্ট্র একদিনে এত সংকট তৈরি করে না। কিন্তু এই বিশৃঙ্খলা আসলে পূর্বপরিকল্পিত, ঠাণ্ডা মাথার চাল। লেখক জেন রিড বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই তৈরি করেছেন এই বিশৃঙ্খলার ‘বিষযন্ত্র’। এর উদ্দেশ্য সত্য-মিথ্যা, সাফল্য-ব্যর্থতা, ন্যায়-অন্যায়কে এমনভাবে গুলিয়ে ফেলা যাতে তার নিজের অপরাধ আড়াল হয়ে যায়।

এক সময় সপ্তাহে এক-দু’টি মিডিয়া-স্পিন বা ভিন্নমুখী গল্প ছড়িয়ে তিনি জনগণের দৃষ্টি ঘুরিয়ে দিতেন। এখন তা দৈনিক, এমনকি ঘণ্টায় ঘণ্টায়। এক ধরনের ‘নিয়ন্ত্রিত উন্মাদনা’ তৈরি করে জনগণকে মানসিকভাবে বিপর্যস্ত করে রাখা হয়েছে। এমন পরিস্থিতি শুধু ইসরাইলে নয়, যুক্তরাষ্ট্রেও দেখা যাচ্ছে- ডনাল্ড ট্রাম্পও একই কৌশলে গোটা বিশ্বকে বিভ্রান্ত করছেন। ট্রাম্প ও নেতানিয়াহু- দু’জনই নিজস্ব বিচার এড়াতে জনগণকে পুঁজি করছেন। নেতানিয়াহুর ব্যর্থতা শুধু যুদ্ধ পরিচালনায় নয়, তার রাজনৈতিক সিদ্ধান্তগুলোও ইসরাইলকে এক গভীর খাদে ঠেলে দিয়েছে। হামাসের অর্থায়নে পরোক্ষ মদত দেয়া, হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার গড়ে তোলার সুযোগ দেয়া, ইরানের পারমাণবিক কর্মসূচিকে সময়মতো থামাতে না পারা- এসব কেবল ভুল নয়, অপরাধও। তিনি জাতিসংঘে ছবি তুলে দেখিয়েছেন ইরানের ‘বোমা ঘড়ি’, অথচ আজ ইরান একেবারে পারমাণবিক অস্ত্রের দোরগোড়ায়। আর ইসরাইল? বোমা মেরে শিশু হত্যা করছে গাজায়, বিশ্বজুড়ে পরিণত হচ্ছে এক ঘৃণিত, পরিত্যক্ত রাষ্ট্রে। গাজা যুদ্ধ অনেক আগেই থামানো যেত। মিশর তখন রাজি ছিল এক আরব শান্তিরক্ষা বাহিনী দিয়ে হামাসের বিকল্প প্রশাসন গঠনে। তখন জীবিত বন্দী ছিল ২৪ জন। আজ জীবিত মাত্র ২০। কিন্তু নেতানিয়াহু থামাননি। তার ভাষায়, সার্বিক বিজয় প্রয়োজন। কারণ এতে তার ব্যর্থতা ঢাকা পড়ে।

ফলে, আইডিএফ ফের গাজায় গিয়েছে, সবকিছু বোমা মেরে গুঁড়িয়ে দিচ্ছে, আর ইসরাইলকে বানানো হচ্ছে শিশু হত্যাকারী রাষ্ট্র। ইউরোপ, যারা এতদিন পাশে ছিল, তারা এখন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে- যা বাস্তব অর্থেই ইসরাইলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে।

লেখক দৃঢ়ভাবে বলেন, নেতানিয়াহুর আসল লক্ষ্য তার বিচার বাতিল করা। তিনি যেন নিজের মনে বলছেন, তোমরা যদি আমায় জেলে পাঠাতে চাও, তাহলে আমি একা যাব না। গোটা দেশকে ডুবিয়ে নিয়ে যাব। এই নীতি থেকেই তিনি গাজার কাদায় ইসরাইলকে টেনে নিয়ে যাচ্ছেন- শুধু প্রতিশোধের জন্য।

সব শেষ হলে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক একঘরে হওয়া, অভ্যন্তরীণ বিভাজন- সবকিছুর পর, নেতানিয়াহু পালিয়ে যাবেন মায়ামিতে। তার ছেলে, এক তথাকথিত ‘জায়োনিস্ট দেশপ্রেমিক’, আগেই সেখানে থাকার জায়গা ঠিক করে রেখেছে। নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা তখন দূর থেকে আগুন দেখবেন, হাসবেন- যেমন সারা নেতানিয়াহু ২৩ বছর আগেই বলেছিলেন- ‘আমরা বিদেশে চলে যাব, দেশটা পুড়তে পারে।’

(লেখক সাংবাদিক, কলামিস্ট, অর্থনীতির বিশ্লেষক। হারেৎজ পত্রিকার অর্থনৈতিক সম্পাদক ও বিশ্লেষক হিসেবে কর্মরত। তার লেখাটি দৈনিক হারেৎজ থেকে অনুবাদ)

পাঠকের মতামত

Most significant and appropriate article, which very much relevant with Sk Hasina. Thanks to writer

habibur rahmans khan
২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার, ১১:৫৩ অপরাহ্ন

ইসরাঈল ও ইহুদী জাতি বিশ্বের সবচেয়ে ঘৃনিত দেশ। নিন্দিত দেশ। তাদের কর্মকান্ড শুধু খুনীদের খুশী করে।

shohidullah
২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার, ১০:৩৫ অপরাহ্ন

Yes, it is Sk.Hasina

Al Mamun
২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৭:৫৮ অপরাহ্ন

তিনি যেন নিজের মনে বলছেন, তোমরা যদি আমায় জেলে পাঠাতে চাও, তাহলে আমি একা যাব না। গোটা দেশকে ডুবিয়ে নিয়ে যাব। কারও কথার প্রতিধ্বনি কারও প্রতিচ্ছবি খুজে পান?

জনতার আদালত
২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৪:৫১ অপরাহ্ন

লেখাটি আবেগ নির্ভর, বাস্তব সম্মত নয়।

মোহাঃ গোলাম কিবরিয়া
২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৩:৫৩ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরাইলের, প্রত্যাখ্যান তেহরানের/ ইরানে তীব্র হামলা চালানোর নির্দেশ

১০

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান/ সকল বিকল্প উন্মুক্ত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status