বিশ্বজমিন
এ পর্যন্ত প্রায় ৮০০ ফিলিস্তিনি ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মানবজমিন ডেস্ক
(১১ ঘন্টা আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ৮:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৩৮ অপরাহ্ন

২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ৭৮৫ ফিলিস্তিনি ক্রিড়াবিদ ও ক্রিড়া বিষয়ক কর্মকর্তাকে হত্যা করেছে ইসরাইল। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন, ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন। নিহতদের মধ্যে বিভিন্ন ক্রীড়া শাখার খেলোয়াড় ও প্রশাসনিক কর্মীরা রয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির উপপ্রধান সুসান শালাবি। তিনি বলেছেন, নিহতদের মধ্যে ৪৩৭ জন ফুটবল খেলোয়াড় এবং এর মধ্যে পনেরো জন পশ্চিম তীরের। খেলোয়াড়দের রেজিস্ট্রেশন কার্ড ও গাজা শাখা থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পরিসংখ্যান সংকলন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ধ্বংসস্তূপের নিচে অসংখ্য মৃতদেহ চাপা পড়ার কারণে এবং ইসরাইলি হামলায় বেশ কয়েকটি এলাকায় প্রবেশ করতে না পারায় প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হওয়ার শঙ্কা করেছেন শালাবি। বলেছেন, ইসরাইলি হামলায় এ পর্যন্ত ২৮৮টি ক্রীড়া স্থাপনা ধ্বংস হয়েছে। এর মধ্যে স্টেডিয়াম, জিমনেশিয়াম ও ক্লাব ভবন অন্যতম। যার মধ্যে ২১টি স্থাপনা অধিকৃত পশ্চিম তীরের। পরিকল্পিতভাবে ফিলিনিস্তনের ক্রীড়াকে টার্গেট না করার দাবি তুলেছেন শালাবি। এছাড়া গাজা ও পশ্চিম তীরের ক্রীড়াবিদ ও ক্রীড়া স্থাপনাগুলোর সুরক্ষারও আহ্বান জানান তিনি। উল্লেখ্য, আন্তর্জাতিকভাবে য্দ্ধুবিরতির জন্য আহ্বান জানানো হলেও, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৫৬ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। গত নভেম্বর গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।
সূত্র: আনাদোলু