বিশ্বজমিন
আগুন নেভাতে গিয়ে গুলিতে ২ দমকলকর্মী নিহত
মানবজমিন ডেস্ক
(২০ ঘন্টা আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ইডাহো রাজ্যে ‘বুশ ফায়ার’ বা জঙ্গলের আগুন নেভাতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন ২ দমকলকর্মী। একজন দমকলকর্মীর অবস্থা আশঙ্কাজনক। তার অস্ত্রোপচার করা হয়েছে। এরপর তিনি জীবনের সঙ্গে লড়ছেন। এ ঘটনার পর এলাকাজুড়ে নিরাপত্তা অভিযান শুরু হয়েছে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করেছেন আগুন নেভাতে গিয়ে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন দুই দমকলকর্মী। ঘটনার পরপরই পাহাড়ি এলাকায় একজন স্নাইপারের গুলির মুখে পড়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও।
কাউন্টি শেরিফ বব নরিস বলেছেন, দুইজন দমকলকর্মী নিহত হয়েছেন। তৃতীয় একজন গুরুতর আহত। পুলিশের ধারণা, একজন বন্দুকধারীই এককভাবে এই হামলা চালিয়েছে। উচ্চ শক্তির রাইফেল ব্যবহার করে দূর থেকে গুলি ছোড়া হয়। ফলে ঘটনাটি স্নাইপার আক্রমণ বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পরপরই বিস্তৃত চিরুনি অভিযান শুরু করে পুলিশ ও সোয়াত টিম। তাপ শনাক্তকারী প্রযুক্তি হেলিকপ্টার ব্যবহার করা হয় পাহাড়ি এলাকায় সম্ভাব্য লুকিয়ে থাকা বন্দুকধারীকে ধরতে। এক পর্যায়ে মোবাইল ফোনের সিগনাল ট্র্যাক করে পুলিশের দল একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছায়। সেখানেই তারা একটি মৃতদেহ ও পাশে থাকা একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এলাকাবাসীদের জন্য জারি করা ‘শেল্টার ইন প্লেস’ নির্দেশনা তুলে নেয়া হয়েছে। স্থানীয়দের সতর্ক ও প্রস্তুত থাকতে বলা হয়েছে, প্রয়োজনে তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ থাকতে পারে।
কুটেনাই কাউন্টির শেরিফ বব নরিস বলেন, আমাদের বিশ্বাস একমাত্র একজন হামলাকারী এই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে। সে এখন মৃত। জনগণের আর কোনো তাৎক্ষণিক ঝুঁকি নেই।
পাঠকের মতামত
দমকল কর্মী হত্যা করা, স্বাস্থ্য কর্মী হত্যা করা আর ক্ষুধার্তকে হত্যা করা একই জাতীয় অপরাধ